বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস
পক্ষকাল প্রতিবেদক : ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ আসন বিন্যাস প্রকাশ করা হয়।
আগামী শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে এবার পরীক্ষায় বসছেন ২ লাখ ৪৪ হাজার ১০৭ প্রার্থী।
ঢাকা কেন্দ্রের অধীনে এক লাখ ৫৫ হাজার ২৪৪, রাজশাহী কেন্দ্রে ২১ হাজার ৮৭৩ এবং চট্টগ্রামে ২০ হাজার ৪৬৯ প্রার্থী, খুলনা কেন্দ্রে ১৪ হাজার ৭৮, বরিশালে ৫ হাজার ৭২৯, সিলেটে ৯ হাজার ৮৫৮ এবং রংপুর কেন্দ্রের অধীনে ১৬ হাজার ৮৫৬ জন পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন।
এদিকে ৩৫তম বিসিএস থেকে প্রিলিমিনারি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।