চাটমোহরে বাড়ির সীমানা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালিতে গত সোমবার সকালে বাড়ির সীমানা পিলার দেয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত উভয় পক্ষের সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
আহতরা হলেন, নজরুল (৩২) আফজাল হোসেনের স্ত্রী শাহনাজ খাতুন (৩৫) দিলবার হোসেনের স্ত্রী রুপভান বেগম (৬০), শাহীন (১৫) ওমর ফারুক (১৮) লোকমান হোসেন (৩৮) আলম হোসেন (৩২)। স্থানীয়রা জানান, কাটাখালী উত্তরপাড়া গ্রামের দিলবার হোসেন ও নজরুল হোসেনের মধ্যে বাড়ির সীমানা পিলার নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। নজরুল গং এর আগে থানায় অভিযোগ দিলে স্থানীয় মেম্বার সীমানা নির্ধারন করে পিলার স্থাপন করে দেন। পিলারটি উধাও হয়ে যায় সোমবার সকালে। এ নিয়ে দিলবার গং ও নজরুল গং একে অপরের উপর দোষারোপ করে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে সংঘর্ষে রূপ নিলে এতে নারীসহ উভয়পক্ষের ১০ জন আহত হন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।