ঝিনাইদহে ১২ মন জাটকা ইলিশ জব্দ
শামীমুল ইসলাম শামীম,ঝিনাইদহ
ঝিনাইদহ শহরের নতুন হাটখোলার মাছ বাজারে অভিযান চালিয়ে ১২ মন জাটকা ইলিশ জব্দ ও নগত ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালত এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন এ অভিযান পরিচালিত করেন।
ভ্রাম্যমান আদালত এর পেশকার বাবুল আক্তার জানান,মঙ্গলবার সকাল ৯ টার দিকে শহরের নতুন হাটখোলার মাছ বাজারে জাটকা ইলিশ মজুদ রাখার দায়ে মাছ ব্যবসায়ী হাসানকে নগত ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম ,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অতিরিক্ত দ্বায়িত প্রাপ্ত কর্মকর্তা মোমিনুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃআনিসুর রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আশরাফুল ইসলাম, পেশকার বাবুল আক্তার,সাইফুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুর রজ্জাক প্রমুখ। পরে জব্দ করা মাছ উপজেলা প্রশাসনের উদ্যোগে মধুপুর সরকারি এতিম খানা,ভুটিয়ারগাদি এতিম খানা,আড়োয়াখান্দি এতিম হেবজোখানা,শ্রী শ্রী অনাথ আশ্রমএতিমখানাসহ ২০টি এতিমখানার মধ্যে বিতারণ করা হয়। প্রশাসন জাটকা নিধোনের জন্য সর্বাক্তক ঝটিকা অভিযানের প্রচেষ্টা চালাচ্ছে।