শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » » ‘নতুন করে নাশকতা হলেও কঠোর হাতে দমন করা হবে’
‘নতুন করে নাশকতা হলেও কঠোর হাতে দমন করা হবে’
পক্ষকাল প্রতিবেদক : সরকারবিরোধী আন্দোলনে বিগত দিনের নাশকতার কথা উল্লেখ করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নতুন করে নাশকতা হলেও তা কঠোর হাতে দমন করা হবে। আন্দোলন করুন সমস্যা নেই।’
বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘এ দেশে আন্দোলন কখনোই সফল হবে না। তাদের কখনো আন্দোলন হয় না। তারা কোন বছর আন্দোলন করবে এটার ঠিক নেই।’
শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন ।
ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনের নামে নাশকতা করা হলে, জনগণের জান-মালের নিরাপত্তায় সরকার যথাযথ ব্যবস্থা নেবে। কঠোর হাতে সেই নাশকতা দমন করবে।’
মন্ত্রী বলেন, ‘আন্দোলন করার মতো সক্ষমতা বিএনপির আর নেই। দল হিসেবে তারা খুবই সংকটাপন্ন।’
তিনি বলেন, ‘বাস্তবে বিএনপির আন্দোলনের কফিন কবরে গেছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের কথা তারা বললেও মূলত তা দল রক্ষার আন্দোলন।’
তিনি আরো বলেন, ‘আমাদের আন্দোলনে নেতারা মাঠে থাকতেন। কোথাও ২৫ জন লোক দাঁড়ালে, তার ২২ জনই থাকতেন নেতা। কর্মীরাও এতে উৎসাহ পেত। কিন্তু বিএনপির নেতারা কর্মসূচি দিয়ে এসি রুমে বসে থাকেন। কর্মীরা হতাশ হয়ে বাড়ি ফিরে যান।’
এ সময় তিনি বর্তমান সরকার দেশকে ডিজিটাল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন।
জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি, শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী ও পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী।
এর আগে সকালে জেলা প্রশাসন চত্বর থেকে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।