লক্ষীপুরে সড়ক ও জনপদ বিভাগে অগ্নিসংযোগ
রুবেল হোসেন, লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুর সড়ক ও জনপদ বিভাগে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ৫ মার্চ, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
তাৎক্ষিণকভােব এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অফিসের দক্ষিণ পার্শ্বের কক্ষের গুরুত্বপুর্ণ কাগজপত্র পুড়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে কার্যালয়ের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।
ঘটনার শুনে জেলা প্রশাসক একেএম টিপু সুলতান ও সার্কেল এসপি মো. নাসিম মিয়া ও ওসি মো ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
লক্ষীপুর জেলা প্রসাশক একে এম টিপু সুলতান পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, কার্যালয়ের কক্ষের পাশে থেকে একটি খালী পেট্রোল বোতল পাওয়া যায় এবং জানালা গুলো ভাংগা ছিলো। সেহুতু নাশকতাকারীরা সড়ক ও জনপদ বিভাগে অগ্মিসংযোগ করেছে। তিনি বলেন, দায়িত্বে অবহেলার এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে কার্যালয়ের নৈশপ্রহরী আবদুল মতিনকে আটক করে জিঞ্জাসা বাদ করার জন্য থানায় পাঠানো হয়েছে। তদন্ত পূর্বে নাশকতাকারীদের ধরে তাদের বিরুদ্ধে আইন গত ব্যবন্থা নেয়া হবে।