মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যাহরা লায়লা কলি
পক্ষকাল প্রতিবেদক: ‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে,
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা, ও বন্ধু….’ সিরাজগঞ্জ সরকারী কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী যাহরা লায়লা কলি দুরারোগ্য কিডনী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে এখন পাঞ্জা লড়ছে।
তাঁর দুটি কিডনী নষ্ট হয়ে গেছে। তাঁকে বাঁচাতে হলে অন্তত একটি কিডনী প্রতিস্থাপন করা প্রয়োজন। খুব দ্রুত কিডনী প্রতিস্থাপন করতে না পারলে ঝরে যাবে এই মেধাবী শিক্ষার্থী কলি।
কলির পারিবার থেকে জানানো হয়েছে, সিরাজগঞ্জের ফজুলল হক রোডের বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মৃত ওয়াজেদ আলী ও মাহমুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জোবেদা খাতুনের ৪ সন্তানের মধ্যে একমাত্র মেয়ে কলি ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী ছিল। ৫ম ও ৮ম শ্রেনীতে সে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এর পর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সিরাজগঞ্জ সালেহা ইসহাক সরকারী বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পায়। বর্তমানে সিরাজগঞ্জ সরকারী কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী সে। কিছুদিন থেকে তার শরীর খারাপ হলে তাকে নিয়ে ঢাকায় ডাক্তার দেখানো হয়। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তার দুটি কিডনী নষ্ট হয়ে গেছে। বর্তমানে তাকে ডায়ালাইসিস করে বাঁচিয়ে রাখা হয়েছে।
খুব দ্রুত তার অন্তত একটি কিডনী প্রতিস্থাপন করা না হলে হয়তো ঝরে যাবে এই মেধাবী। তার কিডনী প্রতিস্থাপন করতে অন্তত ১২ লাখ টাকার প্রয়োজন। কিন্তু তাদের মত গরীব পরিবারের পক্ষে এত টাকা যোগান দেয়া কোনক্রমেই সম্ভব নয়। যে কারণে মেয়ের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার হাত কামনা করেছেন কলির মা।
তিনি সাহায্যের আবেদন করে বলেন, আপনাদের কারো বোন কিংবা মেয়ে যদি এমনভাবে অসুস্থ হয়ে যেত, তাহলে আপনারা কি পারতেন তার চিকিৎসা না করে থাকতে। আপনারা আমার কলিকে আপনাদের আদরের ছোট বোন, মেয়ে হিসেবে দেখে সাহায্য করুন।
আপনারা যে কেউ চাইলে সাহায্য করতে পারেন। ব্যক্তিগত পর্যায়ে কিংবা প্রাতিষ্ঠানিকভাবেও সাহায্য করতে এগিয়ে আসুন।
সাহায্য পাঠানোর ঠিকানা- এস এম ওয়ালি উল্লাহ, একাউন্ট নং ০১১১-৩৪০১৩১৫৫, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, নিউ ইস্কাটন শাখা, ঢাকা। অথবা জুবাইর আহমদ, একাউন্ট নং- ২৮০১২২২১৪৪০০১, সিটি ব্যাংক লিমিটেড, সিরাজগঞ্জ শাখা (০১৭৪০৮৭৯৬৫১)।
বিঃদ্রঃ কলির পরিবারের সঙ্গে যোগাযোগ নম্বর: কলির ভাই মো: রোকন উদ্দিন ০১৬১৭৩০০৫০০।
এই সংক্রান্ত আরো বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.giveforward.com/fundraiser/lyw7/zahara-laila-koli-s-kidney-failure-fundraiser?utm_source=facebook&utm_medium=fb_share_send&utm_campaign=dashboard_supporters&og_action=hug&t=3