গোয়েন্দাদের সাথে বৈঠক না করেই ফেরত গেল এফবিআই
পক্ষকাল প্রতিবেদকঃঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে প্রবেশ করে নির্ধারিত বৈঠক না করেই ফেরত গেল বাংলাদেশ সফররত মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রতিনিধিদল। তারা ১৪ মিনিট অবস্থান শেষে গোয়েন্দা কার্যালয় থেকে বেরিয়ে যান।
রোববার এফবিআইয়ের প্রতিনিধিদল ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ের ভেতরে বেলা ১১টা ৩৮ মিনিটে প্রবেশ করার পর ১৪ মিনিট অবস্থান শেষে ১১টা ৫২ মিনিটে বেরিয়ে যান।
জানা যায়, আজ গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, উপকমিশনার কৃষ্ণপদ রায়, যুগ্ম কমিশনার (ক্রাইম) রেজাউল হকসহ অন্যদের সঙ্গে নির্ধারিত বৈঠক করার কথা ছিল। কিন্তু অল্প সময়ের মধ্যে প্রতিনিধিদল বের হয়ে যাওয়াতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে কি না, তা কেউ জানাতে পারেননি।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ‘এফবিআইয়ের সঙ্গে গোয়েন্দা কর্মকর্তাদের বৈঠকের কথা ছিল। কিন্তু হয়েছে কি না, তা জানতে পারিনি।’ তবে অল্প সময় অবস্থান করায় সম্ভবত বৈঠকটি অনুষ্ঠিত হয়নি বলে জানান তিনি।
গত ৫ মার্চ মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রতিনিধিদলের চার সদস্য ঢাকায় আসেন। এরপর তারা ওই দিনই দুপুরে গোয়েন্দা কার্যালয়ে অভিজিৎ হত্যা সম্পর্কিত বিষয় নিয়ে চার ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে প্রতিনিধিদল ওই দিনই মাঠে নামেন অভিজিৎ হত্যার তদন্তকাজে। এরপর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সবশেষ গতকাল শনিবার অভিজিতের বাবা অজয় রায়ের সঙ্গে কথা বলেন।
উল্লেখ, গত ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের কাছে বটতলায় অভিজিৎ ও তার স্ত্রীর ওপর হামলা হয়। অমর একুশে গ্রন্থমেলা থেকে বাসায় ফেরার পথে তারা এ হামলার শিকার হন। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিজিৎ।