বৃহস্পতিবার, ১২ মার্চ ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » দূরপাল্লার সব রুটে বাস চলাচল করবে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
দূরপাল্লার সব রুটে বাস চলাচল করবে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
পক্ষকাল প্রতিনিধি :বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আজ (বৃহস্পতিবার) রাত থেকে দূরপাল্লার সব রুটে বাস চলাচল করবে।
বৃহস্পতিবার বিকেলে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বৈঠকে রাতে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সড়কে নিরাপত্তা বাহিনীর টহলও অব্যাহত থাকবে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন, নৌপরিবহণমন্ত্রী শাহজাহান খান, এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ও শ্রমিক নেতারা।
প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালের পর থেকে রাতে মহাসড়কগুলোতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে শতাধিক মানুষের প্রাণহানি হয়। নাশকতা তীব্র আকার ধারণ করায় রাতে দূরপাল্লার বাস না চালানোর সিদ্ধান্ত নেয় সরকার ও বাস মালিক সমিতি।