বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
পক্ষকাল প্রতিবেদকঃ ভারতের আত্মবিশ্বাসী হামলায় বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের।
১০৯ রানে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বিশ্বকাপ শিরোপাধারী ভারত।
ভারতের দেয়া ৩০৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৩ রান তুলেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
সিডনিতে আগামি সপ্তাহে সেমিফাইনালে ভারত লড়বে অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তানের মধ্য থেকে বিজয়ী দলের সাথে।
ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন উমেশ যাদব। এ ছাড়া দুটি করে উইকেট পান মোহাম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজা।
সৌম্য সরকারের উইকেটের পতনের পর ভারতীয় টিমে উল্লাস।
এর আগে রোহিত শর্মার শতকের সুবাদে ৬ উইকেটে ৩০২ রান করে ভারত।
বোলিংয়ে এসেই ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ানকে ব্যক্তিগত ৫৬ রানে আউট করেছেন সাকিব আল হাসান।
কোয়ার্টার ফাইনালে ব্যাট করছে ভারত
এরপর ভিরাট কোহলিকে ৩ রানেই ফিরিযে দেন রুবেল হোসেন।
তাসকিন আহমেদ নেন আজিঙ্কা রাহানের উইকেট।
রোহিত শর্মা করেন ১৩৭ রান।
রোহিত শর্মার শতকে বড় সংগ্রহ গড়েছে ভারত
মাশরাফির বলে আউট হওয়ার আগে ৬৫ রান করে দলের বড় স্কোরে ভুমিকা রাখেন ভারতের আরেক ব্যাটসম্যান সুরেশ রায়না।
বাংলাদেশের তাসকিন আহমেদ ৩টি উইকেট নেন।
আজ বাংলাদেশ দলে ফিরেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বাদ পড়েন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
তবে অপরিবর্তিত ছিল ভারতীয় দল।