নাটক বন্ধ করে সমস্যার রাজনৈতিক সমাধান করুন
পক্ষকাল প্রতিবেদকঃ: লাখো শহীদের রক্তে স্বাধীন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গণতন্ত্র প্রিয় জনগণের কাঁধের উপর সিন্দাবাদের দৈত্যের মতো অনির্বাচিত ও অবৈধ সরকার চেপে বসেছে বলে অভিযোগ করেছে ২০ দলীয় জোট।
জোটের পক্ষ থেকে সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলা হয়েছে, স্বৈরশাসন টিকিয়ে রাখতে ক্রমাগত অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকান্ড ও অস্ত্র ও বোমা উদ্ধারের নাটক সাজিয়ে বিরোধীদলীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে বিরোধী মতের ব্যক্তিদের পাশাপাশি নিরীহ-নিরপরাধ মানুষদের গ্রেফতার চালিয়ে যাচ্ছে। অবিলম্বে এসব নাটক বন্ধ করুন এবং আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান করুন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জোটের মুখপাত্র বরকত উল্লাহ বুলু এ হুশিয়ারী উচ্চারন করেন।
বিবৃতিতে তিনি বলেন, দেশ-বিদেশের মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘসহ মুক্ত বিশ্বের ক্রমাগত আহ্বান অগ্রাহ্য করে ক্ষমতালোভী সরকার আলোচনার মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট মোকাবেলা না করে একদিকে গণতান্ত্রিক আন্দোলনকে সন্ত্রাসী কার্যক্রম বলে জেল, জুলুম, হত্যা, নির্যাতন দিয়ে স্তব্ধ করার বৃথা চেষ্টা করছে। অন্যদিকে আমাদের দেশটাকে সন্ত্রাসী ও জঙ্গী দেশ হিসাবে চিহ্নিত করার মাধ্যমে দেশের ভাবমূর্তি বিনষ্ট করার আত্মবিনাশী চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমরা সরকারের দেশ বিরোধী, গণবিরোধী এই ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা জানাই।
বিবৃতিতে বুলু বলেন, বৃহস্পতিবারও যশোরের মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ও বিএনপি নেতা মেজবাহউদ্দিন সেন্টুকে পুলিশী হেফাজতে থাকা অবস্থায় বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এরপর রেলে কাটা পড়েছে বলে প্রচার করা হয়েছে। এদিকে বুধবার যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ-এর পারিবারিক মালিকানাধীন বহুতল গৃহের একটি শূন্য ফ্ল্যাটে অস্ত্র ও বোমা উদ্ধারের নাটক সাজিয়েছে। একইদিন চট্টগ্রাম সরকারি কলেজ ও মহসিন কলেজের ছাত্রবাসে ও নিকটবর্তী এলাকায় তল্লাসী চালিয়ে ছাত্রবাস থেকে ৮১ জন ঘুমন্ত পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এখানেও অস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনার প্রচারে নাটকীয়তা স্পষ্ট।
অথচ প্রায় প্রতিদিনই সরকারি দলের নেতা-কর্মীদের আভ্যন্তরীন স্বশস্ত্র লড়াই এবং তাদের নিকট থেকে বেআইনী অস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনা পত্র-পত্রিকায় প্রকাশিত হলেও কোন মামলা গ্রহণ কিংবা গ্রেফতারের খবর পাওয়া যায় না বলেও অভিযোগ করেন তিনি।