বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » কুষ্টিয়ায় ছয়টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা
কুষ্টিয়ায় ছয়টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা
কুষ্টিয়া:
পরিবেশ সম্পর্কিত আইন অমান্য করায় কুষ্টিয়া সদর উপজেলার অবস্থিত ৬টি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে ৫লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা।
ভাটা ছয়টিতে আইন অমান্য করে কাঠের খড়ি ব্যবহার, ড্রাম চিমনি দিয়ে ইট পোড়ানো ও পরিবেশ বিনষ্ট করায় ইট প্রস্তুুত সম্পর্কিত আইন ২০১৩ এর ৪ ও ৫ ধারা মোতাবেক আলামপুরের ডায়মন্ড বিক্স্রকে ১ লক্ষ, বৃত্তিপাড়ার হাকিম বিক্স্রকে ৮০ হাজার, লক্ষীপুরের এইচএনআর বিক্স্রকে ১লক্ষ ও ফোর স্টার বিক্স্রকে ১লক্ষ টাকা, কুমারখালীর যদুবয়রাতে অবস্থিত একেবি বিক্স্রকে ৭০ হাজার টাকা ও একই এলাকার এসআরবি বিক্স্রকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এসব অবৈধ ইটভাটাগুলোর ড্রাম চিমনি ভেঙ্গে ফেলা হয়। ভ্রাম্যমান আদালতে পরিবেশ অধিদফতর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম, সদর দফতরের পরিদর্শক সাইফুল ইসলাম ও কর্মকর্তা রাসুল ইয়া বারী, কুষ্টিয়া ফায়ার সার্ভিসের ইনসপেক্টর শাহাজাহান সিরাজ ও পুলিশের সদস্যরা অংশ নেন।