বিতর্কের মাঝেও ভাইরাল
ওয়েব ডেস্ক: দেশের ধর্ষণ সংস্কৃতি নিয়ে দুই মহিলার র্যাপ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার ইউটিউবে র্যাপের ভিডিও পোস্ট করেন পাঙ্খুরি আওয়াস্তি ও উপেক্ষা জৈন। আপলোড করার পর থেকে এরমধ্যেই লাইক ছাড়িয়ে গিয়েছে ১ লক্ষ ৭০ হাজার।
#RapAgainstRape(#র্যাপএগেনস্টরেপ) ভিডিওর প্রথমেই বলা হচ্ছে, এই ভিডিওতে খুব প্রকট বা নিষিদ্ধ করার মতো কিছু নেই। শুধু ভারতীয় মহিলাদের বাস্তব অবস্থাই এই ভিডিওতে প্রকট করা হয়েছে। হিন্দি ও ইংরেজি মিশ্র ভাষায় এই র্যাপে উঠে এসেছে ধর্ষণ, পোশাক, ভ্রূণহত্যা, বিয়ে ও মহিলাদের রাতে একা রাস্তায় বেরনোর মতো বিষয়গুলো।
বিভিন্ন ইস্যু তুলে ধরার সঙ্গে সঙ্গেই পাঙ্খুরি ও উপেক্ষার হাতে উঠে এসেছে হ্যাশট্যাগ প্ল্যাকার্ড। যাতে রয়েছে-
#CriminalsInParliament
#Misogyny
#Rape
#Objectification
#DomesticViolence
#Patriarchy
#Slut.
সেইসঙ্গেই স্ক্রিনে ভেসে উঠেছে বিভিন্ন পরিসংখ্যা। যেমন, “২০ বছরে ভারতে ১ কোটি মেয়েকে হত্যা করা হয়েছে।” ভারতীয় মানসিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আবেদন জানিয়েছেন দুই র্যাপার। যেই মানসিকতায় মেয়েদের সবসময় বস্তু হিসেবেই দেখা হয়েছে। যাদের চুপ করিয়ে রাখতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়, যৌনতার জন্য ব্যবহার করতে হয়।
বলা হয়েছে, আমি বেঁটে, আমি মোটা, আমি লম্বা, আমি রোগা/আমি যা চাই তাই পরি তা যদি খুব ছোটও হয়/সেটা শুধুই পোশাক/একবারও ভেবে না সেটা কোনও ইঙ্গিত(”I’m short, I’m fat, I’m tall, I’m skinny/I wear what I want even if it’s mini/It’s only a dress/ Don’t for a second think it’s a yes”. )
র্যাপের শেষে রয়েছে, সেইসব দিন চলে গেছে যখন আমরা অত্যাচারিত হব ও ভেঙে পড়ব/এবং বন্ধ দরজার পিছনে কাঁদবো/এখন সময় এসেছে উল্টে দেওয়ার পাল্টে দেওয়ার(”Gone are the times we stayed abused and broken / and behind closed doors we cried / it’s about time to change the tide and for you to get on our side / help us bring in a new day, for you, for me, for us / lets carve a new way.”)
এর মধ্যেই বিতর্কের মুখে পড়েছে #rapagainstrape। অনেকেই তাদের ‘ইন্ডিয়ান স্লাট’ বলে উল্লেখ করেছেন। অনেকে বলেছেন সস্তা প্রচার চাইছেন তারা। অনেকে আবার ভারতীয় পুরুষদের বিরুদ্ধে ‘সেক্সিস্ট’ আখ্যা দিয়ে দেশ ছাড়তেও বলেছেন তারা।