রবিবার, ২২ মার্চ ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি | সাক্ষাৎকার » ণীলূ রাজপথ থেকে সিটি কাঊণসিলর নির্বাচনের লড়াই এ
ণীলূ রাজপথ থেকে সিটি কাঊণসিলর নির্বাচনের লড়াই এ
আসন্ন সিটি কাঊণসিলর সংরক্ষিত মহিলা আসনে ৬,৭,৮ নং ওয়ার্ড মিরপুর শাহ আলি থানা ঢাকা উত্তর থেকে নিরবাচনের মাঠে হাজির হয়েছেন ,যুব মহিলা লীগের কেন্দ্রিয় সদস্য,মহানগর উত্তর এর সহ সভাপতি নারি নেত্রী নিলু অনেক চ্রাই-উত্রাই পেরিয়ে দলের দুঃসময় এ আন্দলনে রাজপথে নির্যাতন নিপীড়ন কারাবরন।এমন কি কারাগার থেকে নিয়ে রিমান্ড এর নামে অমানসিক অত্যাচার জুলুম হজম করে ২০০৬ সালে ধানমণ্ডি ২৭ নং এর রাজপথে প্রকাশ্যে জামাত-বি এন পির পুলিশ বাহিনী দারা যে জঘন্ন বর্বরতার শিকার হয়েছেন তা আজ দেশের রাজনীতিতে কলঙ্কের কালিমা হয়ে আছে। দল এর এই সু সময় নিলু বঞ্চিত হয়েছেন বললে অনেক ছোট বলা হবে। দলের জন্ন্য নিবেদিত নিলু দল ও দেশ এর জন্য শুধু ত্যাগ করেই চলেছেন মানুষের সেবা তার সিমিত সামরথেয় এর মধ্যে করেই চলেছেন পিছনে ফিরে তাকান নি দলের জন্য ১৭ মামলা ৫ বার কারাবরন র্যাব এর রিমান্ড শতবার পুলিশি নির্যাতন করেও।ঘর সংসার বাদ দিয়ে রাজনিতি কেই সংসার বানিয়েছে ।শেখ হাসিনা তার রাজনীতিতে দলের জন্য ভুমিকার কারনে দিয়েছেন বাহাবা । দলীয় মনোনয়ন নিয়ে যারা সিটি নির্বাচনে প্রাথি হতে চায় নিলু তাদের মধ্য মনি । জামাত-বিএন পি ক্ষমতায় থাকাকালিন এমন কোন সভা,সমাবেশ,মিছিল ছিল না যেখানে নিলু তুহিন একসাথে ছিল না।সাবিনা আক্তার তুহিন এখন এম পি শেখ হাসিনা তুহিন কে যদি এম পি করতে পারেন তাহলে নিলু কেন কাউন্সিলর হতে পারবে না।এলাকাবাসি থেকে শুরু করে দলীয়ও ফোরামে সবার একই আলোচনা নেত্রি যদি ধান মণ্ডি ২৭ নং এ ২৩ এপ্রিল ২০০৬ এর পুলিশি বর্বরতার কথা না ভুলে জান তাহলে স্মভাব্য নয় সঠিক মুলায়ন নিলু আশা করতেই পারে।