শনিবার, ২৮ মার্চ ২০১৫
প্রথম পাতা »
শিক্ষা ও ক্যারিয়ার » জিনিয়াস প্রিপারেটরী স্কুলে বার্ষিক ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠিত !
শনিবার, ২৮ মার্চ ২০১৫
জিনিয়াস প্রিপারেটরী স্কুলে বার্ষিক ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠিত !
ইমরান হোসেন মাসুদ, পক্ষকাল প্রতিবেদক : ঢাকার প্রানকেন্দ্র বুড়িগঙ্গা নদির পাশ্ববর্তী বছিলা গার্ডেন সিটি মোহাম্মদপুর এলাকায় মনোরম পরিবেশে অবস্হিত বছিলা জিনিয়াস প্রিপারেটরী স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয় এবং স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও অএ স্কুলের সকল মেধাবি শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আলহাজ এম এস আহমাদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শিক্ষানুরাগি ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জিনিয়াস প্রিপারেটরী স্কুলের সহকারি শিক্ষক প্রহলাদ মহন্ত এবং ঝুমা আক্তার ।
২০১৪ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয় বর্তমানে স্কূলটিতে প্রায় ৮০ জন শিক্ষার্থী অধ্যয়নরত ।নয় জন শিক্ষক দ্বারা পরিচালিত হয় । আজকের এই মহান স্বাধীনতা দিসব উদযাপন সবার অংশগ্রহন এর ফলে শতভাগ সাফল্য অর্জনের ব্যাপারে জানতে চাইলে স্কুলের প্রধান স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ মজনুর রহমান(এমএসসি) দৈনিকপক্ষকালকে জানান,জিনিয়াস প্রিপারেটরী স্কুলে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের ডিজিটাল কম্পিউটারাইজ পদ্ধতিতে শিক্ষাধান করানো হয় । তার ফলে তারা এলাকাবাসির ব্যাপক সাড়া পাচ্ছেন । বর্তমান সরকার এর ডিজিটাল শিক্ষাপদ্ধতি অনুসরন করছেন যা কিনা প্রত্যেক শিক্ষার্থীদের জীবনে ভয়ে আনবে বিশেষ সাফল্য ।