মহান স্বাধীনতার ৪৪তম বার্ষিকী পালিত
মোঃ হোনে হাসানুল কবিরঃ ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কার্যসূচি শুরু হয। ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতার ৪৪তম বার্ষিকী। শহরের কেন্দ্রিয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পন করেন সর্বস্তরের মানুষ। পরে স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহন করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল ও এসপি বিপ্লব বিজয় তালুকদার। পরে বেলা সাড়ে ১১ টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও সারাদিন ক্রীড়া, সাঁতার প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, দেয়ালিকা, স্বাস্থ্য ক্যাম্পসহ বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচী পালিত হয়।
স্বাধীনতা দিবসকে ঘিরেই জেলা পুলিশ তাদের নতুন ওয়েব সাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসব অনুষ্ঠানে অংশ নেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ মো. মহিউদ্দিন, অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি, সুকুমার রঞ্জন ঘোষ এমপি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান, সিভিল সার্জন শহীদুল ইসলাম প্রমুখ।