মঙ্গলবার, ৩১ মার্চ ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » মিরপুর সাগরখালী আদর্শ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মিরপুর সাগরখালী আদর্শ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে সাগরখালী আদর্শ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে এ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। কলেজের অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে উপজেলা জাসদের সাধারন সম্পাদক ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আহাম্মদ আলী প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, কোন জাতিকে উন্নয়নের স্বর্ণ শিখরে আহরণ করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে ভাল ফলাফলের বিকল্প নেই। আর ভাল ফলাফল করতে হলে শিক্ষা জীবনে কঠোর অধ্যাবসায় করতে হবে। প্রধান অতিথি আরো বলেন, মিরপুর-ভেড়ামারা থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মিরপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোর উন্নয়ন, নতুন ভবন তৈরী ও ৪টি আধুনিক মানের অডিটরিয়াম হল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেছেন। এছাড়াও শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন, কম্পিউটার ও প্রজেক্টর প্রদান করে তথ্য প্রযুক্তিকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেছে। কলেজের প্রভাষক রেজাউল করিমের সঞ্চালনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, চিথলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবলু, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মহাম্মদ আলী, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আক্কাচ আলী, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী, ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য হাজী আব্দুল কাদের, মহির উদ্দিন, আমবাড়ীয়া ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন শিলু ও শোন্দহ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুর রহমান। এসময় অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন, অত্র কলেজের প্রভাষক রিয়াজতুল বারী, খাদেমুল ইসলাম, উত্তম কুমার দেবনাথ, কলেজের প্রাক্তন ছাত্র প্রকৌশলী লিটন হোসেন প্রমুখ।