বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০১৫
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে নবনিযুক্ত পাকিস্তানী হাই কমিশনারের সাক্ষাৎ
পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে নবনিযুক্ত পাকিস্তানী হাই কমিশনারের সাক্ষাৎ
পক্ষকাল ডেস্কঃ
বাংলাদেশে পাকিস্তানের নবনিযুক্ত হাই কমিশনার সুজা আলম (Shuja Alam) পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম এম.পির সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।পররাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাৎকালে হাই কমিশনার সুজা আলম শিক্ষা, স্বাস্থ্য, নারীর উন্নয়ন, প্রযুক্তি, ্ক্ষুদ্র ঋণ প্রভৃতি খাতে বাংলাদেশে যে অভ’তপূর্ব উন্নয়ন ঘটছে তার ভ’য়সী প্রশংসা করেন। তিনি বলেন শুধু দক্ষিণ এশিয়া নয় বরং মুসলিম রাষ্ট্রসমূহের মধ্যেও বাংলাদেশের এ অগ্রগতি উল্লেখযোগ্য। বাংলাদেশে সৌরশক্তির প্রবর্তন ও ব্যপক সম্প্রসারনের বিষয়ে হাই কমিশনার সুজা আলমের আগ্রহের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রী জানান যে, বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে যেসব স্থানে প্রধান সঞ্চালন লাইন হতে বিদ্যুৎ সরবরাহ খুবই জটিল সে সব স্থানে সৌর বিদ্যুৎ কার্যকর ভ’মিকা রাখছে। মাহমুদ আলী আরও বলেন এ বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য পাকিস্তান হতে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করতে পারে।
এর পূর্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম এর সাথে সাক্ষাৎকালে হাই কমিশনার সুজা আলম বলেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক কুটনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারনের ব্যপক সুযোগ রয়েছে। বাংলাদেশের তৈরী পোশাক বিশেষ করে ছেলেদের পোশাকের বিরাট বাজার রয়েছে পাকিস্তানে। তিনি বাংলাদেশের সিরামিক পণ্যের ব্যাপারেও পাকিস্তানের ক্রেতাদের আগ্রহের কথা জানান। এ প্রসংগে বাণিজ্যিক প্রতিনিধি দলের সফর বিনিময় দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারনে কার্যকরী ভ’মিকা রাখবে তিনি বলে মন্তব্য করেন। পাকিস্তানের হাই কমিশনার দুদেশের জনগণের মধ্যে উভয়ের প্রতি যে সৌহার্দ্যপূর্ণ মনোভাব রয়েছে তা দুদেশের জন্য সুফলদায়ী কার্যাবলীতে রুপান্তরের উপর গুরুত্বারোপ করেন।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দক্ষিণ এশিয়ার দেশসমূহ শান্তি ও স্থিতিশীলতা অব্যহত রাখা ও অন্বেষনের মাধ্যমে ক্রমান্বয়ে উন্নয়নের শিখরে পৌঁছবে বলে আশা প্রকাশ করেন।
পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়েই গত বছরের নভেম্বরে নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্¥েলনের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের দু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নওয়াজ শরীফের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন। মাহমুদ আলী ও শাহ্রিয়ার আলম দুজনেই পাকিস্তানের নবনিযুক্ত হাই কমিশনারকে বাংলাদেশে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে তার কর্মকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিরাজমান সম্পর্ক আরও শক্তিশালী হবে। তারা পাকিস্তানের হাই কমিশনারকে ঢাকায় তার কর্মকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।