মঙ্গলবার, ৭ এপ্রিল ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরাজ উদ্দিন পাটোয়ারী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কৃষক সিরাজ সুজন গ্রামের ইউছুফ পাটোয়ারীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয়রা জানায়, দুপুরে কৃষক সিরাজ নিজ বাড়ির বাগনে গেলে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা আরো জানান, গত তিন দিন থেকে ঐ এলাকায় প্রকৃতিক দুর্যোগের কারণে পল্লী বিদ্যুতের তার ছেঁড়া অবস্থায় পড়ে থাকে। স্থানীয় পল্লী বিদ্যুতের গ্রাহক সাহাব উদ্দিন বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে ঘটনাটি জানানোর পরও তারা কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তার ছেঁড়া অবস্থায় গত চার দিন থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালাচ্ছিল রামগতি জোনাল অফিস। স্থানীয়রা অভিযোগ দেওয়ার পরও তারা তাতে কোন কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। ঘটনার দিন পল্লী বিদ্যুতের লাইন ম্যানরা কাজ করতে গেলে নিহত সিরাজ বিদ্যুৎ নেই মনে করে তারটি ধরে অন্যত্র রাখতে গেলে ঘটনাস্থলেই বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু ঘটে।
এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আহাম্মদ উল্যাহ মজনু জানান গত শনিবার থেকে লাইটি ছিঁড়ে যাওয়ার পরেও বিদ্যুৎ সরবরাহ চলছিল। বিদ্যুৎ কর্মীদের দায়িত্ব অবহেলার কারণে সিরাজের মৃত্যু ঘটে।
রামগতি পল্লী বিদ্যুতের ডিজিএম মো. এমরান গণি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কর্মীদের কোন অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং নিহত ব্যক্তির পরিবারকে মানবিক কারণে ব্যক্তিগত ভাবে সাহায্য করবে বলেও জানান তিনি।