চাটমোহরে ঝুঁকিপূর্ণ ব্রিজেই চলছে যানবাহন
জাহাঙ্গীর আলম, চাটমোহর (পাবনা) :
পাবনার চাটমোহর উপজেলার তেনাচিরা-কাটাখালী সড়কে বাহাদুরপুর নামকস্থনে ব্রিজটি একপাশে ভেঙ্গে মরণ ফাঁদে পরিণত পড়েছে। দ্রুত মেরামত করা না হলে যে কোনো মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনাসহ প্রাণহানির আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, উপজেলার মথুরাপুর ইউনিয়নের তেনাচিরা থেকে কাটাখালী সড়কের বাহাদুরপুর গ্রামে একমাত্র ব্রিজটি দীর্ঘদিনের পুরনো হওয়ায় তিন সপ্তাহ ধরে উত্তরপাশের কিছু অংশ ভেঙ্গে পড়েছে। ভেঙ্গে যাওয়া ব্রিজের ওপর দিয়ে ঝুঁকি নিয়েই বিভিন্ন মালবাহী ছোট-বড় যানবাহন ও মানুষ চলাচল করছে প্রতিদিন।
প্রথমদিকে স্থানীয়রা ভাঙ্গা অংশে গাছের ডাল দিয়ে সতর্ক চিহ্ন লাল কাপর বেঁধে চলাচলকারীদের সাবধান করেন। এরপর বিষয়টি উপজেলা প্রকৌশল বিভাগকে (এলজিইডি) জানানো হলে তারা ব্রিজের দুই পাশে ‘ব্রিজটি ক্ষতিগ্রস্থ, যান চলাচল ঝুঁকিপূর্ণ’ সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।
এই সড়ক দিয়ে প্রতিদিন যাত্রী ও মালবাহী কয়েক’শ ছোট-বড় যানবাহন এবং কয়েক হাজার মানুষ চলাচল করে। অন্তত ২০টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়কও এটি।
বাহাদুরপুর গ্রামের ইউপি সদস্য মো. আবু বক্কার জানান, ব্রিজটি ভেঙ্গে যাওয়ার পরপরই বিষয়টি উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মনিরুল ইসলামকে জানানো হয়। তিনি ব্রিজটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন।
প্রকৌশলী মো. মনিরুল ইসলাম জানান, তারা ক্ষতিগ্রস্থ ব্রিজটি পরিদর্শন করেছেন। ব্রিজটি সংস্কারের জন্য ইতিমধ্যে তিন লাখ ৯২ হাজার টাকার বরাদ্দ চেয়ে একটি প্রকল্প দাখিল করা হয়েছে। অর্থ বরাদ্দ পেলে দ্রুতই ব্রিজটির সংস্কার করা হবে।