বিরল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি: জেলার বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ভারতীয় সীমান্তুরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আব্দুর রাজ্জাক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
শুক্রবার (১ মে ) সকাল সাড়ে ৬ টার সময় বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তের ৩২১ নাম্বার মেইন পিলার সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে উপজেলার ধর্মজৈন সীমান্ত এলাকায় বিএসএফ’র সদস্যরা বাংলাদেশী গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে গুলি করে। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। পরে সকালে বিএসএফ আব্দুর রাজ্জাকের গুলিবৃদ্ধ লাশ ভারতে নিয়ে যায় এবং দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গা রামপুর থানায় হস্তান্তর করে।
দিনাজপুর-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ জামাল হোসেন জানান, গোলাগুলির শব্দ বিজিবি পেয়েছে। তবে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহতের বিষয়টি সঠিক নিশ্চিত নয়।
দিনাজপুর বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার জানান, বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক নামের এক বাংলাদেশীকে বিএসএফ গুলি করে হত্যা করেছে এমন সংবাদ স্থানীয়রা থানায় জানায়।
নিহতের বিষয়টি স্থানীয়রা ও থানা পুলিশ নিশ্চিত করলেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজির) কেউ নিশ্চিত করতে পারছেনা। তবে গোলাগুলির শব্দ পাওয়া গেছে বলে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে।