শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
শনিবার, ২ মে ২০১৫
প্রথম পাতা » খেলাধুলা | ব্রেকিং নিউজ » ৫৫ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস বাংলাদেশের
প্রথম পাতা » খেলাধুলা | ব্রেকিং নিউজ » ৫৫ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস বাংলাদেশের
৩০৪ বার পঠিত
শনিবার, ২ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫৫ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস বাংলাদেশের

---

২০১৫ মে ০২

পক্ষকাল প্রতিবেদক : অনেক রেকর্ডে সমৃদ্ধ খুলনা টেস্ট। শেখ আবু নাসের স্টেডিয়াম বাংলাদেশকে দুই হাত ভরে দিচ্ছে। শুক্রবার চতুর্থ দিনে অনেক রেকর্ডের পর পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের দুই ওপেনার নতুন রেকর্ড গড়েছেন। তৃতীয় কিংবা চতুর্থ ইনিংসে প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড জুটির মালিক এখন বাংলাদেশ। ৩১২ রানের নতুন মাইলফলক গড়েছেন তামিম-ইমরুল জুটি।

শনিবার তামিম-ইমরুল ২৭৩ রান নিয়ে মাঠে নেমেছেন। মাঠে নামার আগে তাদের উপরে ছিলেন ইংল্যান্ডের ২ ব্যাটসম্যান কলিন কাউড্রে-জিউফ পোলার। তারা ১৯৬০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৯০ রানের জুটি গড়েছিলেন। আর নতুন রেকর্ড গড়া তামিম-ইমরুলের জুটি ভেঙেছে ৩১২ রানে।

১৭ রান পিছিয়ে থেকে তামিম-ইমরুল পঞ্চম ও শেষ দিন শুরু করেছেন। দিনের শুরু ধীরস্থিরভাবেই শুরু করেছেন তারা। জুনায়েদ খানের বলে সিঙ্গেল নিয়ে তামিম নতুন এই মাইলফলকে পৌঁছলেন।

এর আগে শুক্রবার বাংলাদেশের ১৩তম ব্যাটসম্যান হিসেবে টেস্টের হাজারী ক্লাবে ঢুকেছেন ইমরুল। এ ছাড়া ক্যারিয়ারের তৃতীয়বারের মতো ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এদিকে ইমরুল-তামিম মিলে জিম্বাবুয়ের বিপক্ষে ২২৪ রানের জুটি শুক্রবার নিজেরাই ভেঙেছেন। অন্যদিকে এতদিন টেস্ট ক্রিকেটে যে কোনো উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ২৬৭ রানের; এটাও ভেঙে ফেলেছন ইমরুল-তামিম জুটি। ইমরুল টানা ২ টেস্ট সেঞ্চুরি এবং তামিম টানা ৩ টেস্ট সেঞ্চুরি করেছেন টেস্টের চতুর্থ দিনে এসে। শুধু তাই নয়, তামিম নিজের সপ্তম সেঞ্চুরি করে আশরাফুলকে পেছনে ফেলেছেন।

তৃতীয় ইনিংসে সর্বোচ্চ ৫ জুটি

ইমরুল-তামিম (বাংলাদেশ) - ৩১২

কাউড্রে- পোলার (ইংল্যান্ড) - ২৯০

স্ট্রাউজ-ট্রেসকোথিক (ইংল্যান্ড) - ২৭৩

গর্ডন গ্রিনেজ-হাইনস (ও.ইন্ডিজ) - ২৫০*

হেইডেন-ল্যাঙ্গার (অস্ট্রেলিয়া) - ২৪২

(দ্য রিপোর্ট/আরআই/সিজি/শাহ/মে ০২, ২০১৫)

৫৫ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস বাংলাদেশের

২০১৫ মে ০২ ১০:৪৯:৪১

৫৫ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস বাংলাদেশের

দ্য রিপোর্ট প্রতিবেদক, খুলনা থেকে : অনেক রেকর্ডে সমৃদ্ধ খুলনা টেস্ট। শেখ আবু নাসের স্টেডিয়াম বাংলাদেশকে দুই হাত ভরে দিচ্ছে। শুক্রবার চতুর্থ দিনে অনেক রেকর্ডের পর পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের দুই ওপেনার নতুন রেকর্ড গড়েছেন। তৃতীয় কিংবা চতুর্থ ইনিংসে প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড জুটির মালিক এখন বাংলাদেশ। ৩১২ রানের নতুন মাইলফলক গড়েছেন তামিম-ইমরুল জুটি।

শনিবার তামিম-ইমরুল ২৭৩ রান নিয়ে মাঠে নেমেছেন। মাঠে নামার আগে তাদের উপরে ছিলেন ইংল্যান্ডের ২ ব্যাটসম্যান কলিন কাউড্রে-জিউফ পোলার। তারা ১৯৬০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৯০ রানের জুটি গড়েছিলেন। আর নতুন রেকর্ড গড়া তামিম-ইমরুলের জুটি ভেঙেছে ৩১২ রানে।

১৭ রান পিছিয়ে থেকে তামিম-ইমরুল পঞ্চম ও শেষ দিন শুরু করেছেন। দিনের শুরু ধীরস্থিরভাবেই শুরু করেছেন তারা। জুনায়েদ খানের বলে সিঙ্গেল নিয়ে তামিম নতুন এই মাইলফলকে পৌঁছলেন।

এর আগে শুক্রবার বাংলাদেশের ১৩তম ব্যাটসম্যান হিসেবে টেস্টের হাজারী ক্লাবে ঢুকেছেন ইমরুল। এ ছাড়া ক্যারিয়ারের তৃতীয়বারের মতো ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এদিকে ইমরুল-তামিম মিলে জিম্বাবুয়ের বিপক্ষে ২২৪ রানের জুটি শুক্রবার নিজেরাই ভেঙেছেন। অন্যদিকে এতদিন টেস্ট ক্রিকেটে যে কোনো উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ২৬৭ রানের; এটাও ভেঙে ফেলেছন ইমরুল-তামিম জুটি। ইমরুল টানা ২ টেস্ট সেঞ্চুরি এবং তামিম টানা ৩ টেস্ট সেঞ্চুরি করেছেন টেস্টের চতুর্থ দিনে এসে। শুধু তাই নয়, তামিম নিজের সপ্তম সেঞ্চুরি করে আশরাফুলকে পেছনে ফেলেছেন।

তৃতীয় ইনিংসে সর্বোচ্চ ৫ জুটি

ইমরুল-তামিম (বাংলাদেশ) - ৩১২

কাউড্রে- পোলার (ইংল্যান্ড) - ২৯০

স্ট্রাউজ-ট্রেসকোথিক (ইংল্যান্ড) - ২৭৩

গর্ডন গ্রিনেজ-হাইনস (ও.ইন্ডিজ) - ২৫০*

হেইডেন-ল্যাঙ্গার (অস্ট্রেলিয়া) - ২৪২

(দ্য রিপোর্ট/আরআই/সিজি/শাহ/মে ০২, ২০১৫)

- See more at: http://www.thereport24.com/article/102896/index.html#sthash.DhqNsghV.dpuf

৫৫ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস বাংলাদেশের

২০১৫ মে ০২ ১০:৪৯:৪১

৫৫ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস বাংলাদেশের

দ্য রিপোর্ট প্রতিবেদক, খুলনা থেকে : অনেক রেকর্ডে সমৃদ্ধ খুলনা টেস্ট। শেখ আবু নাসের স্টেডিয়াম বাংলাদেশকে দুই হাত ভরে দিচ্ছে। শুক্রবার চতুর্থ দিনে অনেক রেকর্ডের পর পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের দুই ওপেনার নতুন রেকর্ড গড়েছেন। তৃতীয় কিংবা চতুর্থ ইনিংসে প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড জুটির মালিক এখন বাংলাদেশ। ৩১২ রানের নতুন মাইলফলক গড়েছেন তামিম-ইমরুল জুটি।

শনিবার তামিম-ইমরুল ২৭৩ রান নিয়ে মাঠে নেমেছেন। মাঠে নামার আগে তাদের উপরে ছিলেন ইংল্যান্ডের ২ ব্যাটসম্যান কলিন কাউড্রে-জিউফ পোলার। তারা ১৯৬০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৯০ রানের জুটি গড়েছিলেন। আর নতুন রেকর্ড গড়া তামিম-ইমরুলের জুটি ভেঙেছে ৩১২ রানে।

১৭ রান পিছিয়ে থেকে তামিম-ইমরুল পঞ্চম ও শেষ দিন শুরু করেছেন। দিনের শুরু ধীরস্থিরভাবেই শুরু করেছেন তারা। জুনায়েদ খানের বলে সিঙ্গেল নিয়ে তামিম নতুন এই মাইলফলকে পৌঁছলেন।

এর আগে শুক্রবার বাংলাদেশের ১৩তম ব্যাটসম্যান হিসেবে টেস্টের হাজারী ক্লাবে ঢুকেছেন ইমরুল। এ ছাড়া ক্যারিয়ারের তৃতীয়বারের মতো ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এদিকে ইমরুল-তামিম মিলে জিম্বাবুয়ের বিপক্ষে ২২৪ রানের জুটি শুক্রবার নিজেরাই ভেঙেছেন। অন্যদিকে এতদিন টেস্ট ক্রিকেটে যে কোনো উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ২৬৭ রানের; এটাও ভেঙে ফেলেছন ইমরুল-তামিম জুটি। ইমরুল টানা ২ টেস্ট সেঞ্চুরি এবং তামিম টানা ৩ টেস্ট সেঞ্চুরি করেছেন টেস্টের চতুর্থ দিনে এসে। শুধু তাই নয়, তামিম নিজের সপ্তম সেঞ্চুরি করে আশরাফুলকে পেছনে ফেলেছেন।

তৃতীয় ইনিংসে সর্বোচ্চ ৫ জুটি

ইমরুল-তামিম (বাংলাদেশ) - ৩১২

কাউড্রে- পোলার (ইংল্যান্ড) - ২৯০

স্ট্রাউজ-ট্রেসকোথিক (ইংল্যান্ড) - ২৭৩

গর্ডন গ্রিনেজ-হাইনস (ও.ইন্ডিজ) - ২৫০*

হেইডেন-ল্যাঙ্গার (অস্ট্রেলিয়া) - ২৪২

(দ্য রিপোর্ট/আরআই/সিজি/শাহ/মে ০২, ২০১৫)

- See more at: http://www.thereport24.com/article/102896/index.html#sthash.DhqNsghV.dpuf



এ পাতার আরও খবর

চরম নাটকীয়তার পর ‘যৌথ চ্যাম্পিয়ন’ বাংলাদেশ-ভারত চরম নাটকীয়তার পর ‘যৌথ চ্যাম্পিয়ন’ বাংলাদেশ-ভারত
ইউনিভার্সাল  রেকর্ড ফর্মে প্রথম বাংলাদেশ হিসেবে ইউনিভার্সাল বুকেনাম। অন্তর্ভুক্ত করলেন সুইজারল্যান্ড প্রবাসী গ্র্যান্ডমাস্টার কারাতে ডক্টর মোহা : গোলাম জাকারিয়া ইউনিভার্সাল রেকর্ড ফর্মে প্রথম বাংলাদেশ হিসেবে ইউনিভার্সাল বুকেনাম। অন্তর্ভুক্ত করলেন সুইজারল্যান্ড প্রবাসী গ্র্যান্ডমাস্টার কারাতে ডক্টর মোহা : গোলাম জাকারিয়া
প্রেমজিত সেন ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন থেকে  বহিষ্কারের পর ও বাংলাদেশের সেমিনারে আসলেন প্রেমজিত সেন ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন থেকে বহিষ্কারের পর ও বাংলাদেশের সেমিনারে আসলেন
বিশ্বকাপের টিকিট পেতে মাঠে নামছে ব্রাজিল বিশ্বকাপের টিকিট পেতে মাঠে নামছে ব্রাজিল
চোখের জলে মেসির বিদায় চোখের জলে মেসির বিদায়
অলিম্পিকসে ফুটবলের মুকুট ধরে রাখল ব্রাজিল অলিম্পিকসে ফুটবলের মুকুট ধরে রাখল ব্রাজিল
পর্দা নামল টোকিও অলিম্পিকসের, অপেক্ষা প্যারিসের পর্দা নামল টোকিও অলিম্পিকসের, অপেক্ষা প্যারিসের
করোনা আক্রান্ত শচীন করোনা আক্রান্ত শচীন
কিউই পেসারে আসা-যাওয়ার মিছিলে টাইগাররা কিউই পেসারে আসা-যাওয়ার মিছিলে টাইগাররা
আজকে নতুনত্ব অধিনায়ক ঘোষণা হবে বাংলাদেশের আজকে নতুনত্ব অধিনায়ক ঘোষণা হবে বাংলাদেশের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)