মৃত ৬৬০০, রোগ-বালাই ছড়িয়ে পড়ার শঙ্কা
পক্ষকাল ডেস্ক : ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৬২১ জনে পৌঁছেছে। শক্তিশালী ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পর ধ্বংসস্তূপের নিচে আর কোনো মানুষের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে নেপাল সরকার।
এদিকে, ভূমিকম্পে লণ্ডভণ্ড নেপালীদের মাঝে এখন বিভিন্ন ধরনের রোগ-বালাই ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী প্রসাদ ধাকাল বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘দুর্যোগের ইতোমধ্যে এক সপ্তাহ হয়ে গেছে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করছি। কিন্তু আমার মনে হয় না ধ্বংসস্তূপের নিচে আর কেউ বেঁচে রয়েছে।’
তিনি জানান, সর্বশেষ খবর অনুযায়ী নিহতের সংখ্যা ৬ হাজার ৬২১ জনে পৌঁছেছে। আর আহত হয়েছেন ১৪ হাজার ২৩ জন। উদ্ধার অভিযানে অন্তত ২০টি দেশের লোক অংশ নিচ্ছে বলে জানান তিনি।
এদিকে, ভয়াবহ ভূমিকম্পের পর শতাধিক ছোট ছোট কম্পনের কারণে শিশুদের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে তাদের পরবর্তী জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। ভূমিকম্পের কারণে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তারা দিন কাটাচ্ছে খোলা আকাশের নিচে।
এছাড়া, খাবার, নিরাপদ পানি, ওষুধ, স্যানিটেশন ব্যবস্থাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো শিশুরা ঠিকভাবে পাচ্ছে না। হাসপাতালগুলোতেও জায়গা নেই। গাদাগাদি করে কিংবা অস্থায়ী শিবিরে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এসব কারণে নেপালীদের মধ্যে নানা ধরনের রোগ-বালাই ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র : এনডিটিভি।