শনিবার, ২ মে ২০১৫
প্রথম পাতা » » নির্বাচন নিয়ে নাশকতার পরিকল্পনা ছিল বিএনপির
নির্বাচন নিয়ে নাশকতার পরিকল্পনা ছিল বিএনপির
২০১৫ মে ০২
পক্ষকাল প্রতিবেদক: গত মঙ্গলবারের তিন সিটি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নাশকতার পরিকল্পনা ছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা। আইনশৃংঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণেই তারা নাশকতা সৃষ্টি করতে পরেনি বলেও মন্তব্য করেন তিনি।
বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ শনিবার সন্ধ্যায় গণভবনে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলন ডেকে ঘরে বসে থাকে। আন্দোলনের মাঠে তাদের লোকজন থাকে না। সিটি নির্বাচনের মাঠেও তাদের প্রতিনিধি ছিল না, এজেন্টও ছিল না। তারা নির্বাচন প্রত্যাহার করল। আন্দোলনের মাঠে তারা যা করল, নির্বাচনের মাঠেও তাই করল।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াত বাংলাদেশের মানুষের উন্নতি দেখতে পারে না। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন তারা আন্দোলনের নামে এত জঘন্য কাজ করল যে, কোনো মানুষ তা করতে পারে না।