বৃহস্পতিবার, ৭ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » দিনাজপুরের কৃতি সন্তান বিজয় বসাক পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন
দিনাজপুরের কৃতি সন্তান বিজয় বসাক পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের কৃতি সন্তান বিজয় বসাক পিপিএম পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।
দিনাজপুর শহরের ছোট গুড়গোলা নিবাসী মৃত গোপাল চন্দ্র বসাক’র দ্বিতীয় পুত্র বিজয় বসাক, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। বিজয় বসাক ২১তম বিসিএস ক্যাডারে ২০০৩ সালের ১০ মে সহকারী পুলিশ সুপার পদে রাজশাহী শারদায় ১ বছর প্রশিক্ষন শেষে সুনামগঞ্জ জেলায় প্রথম যোগদান করেন। এরপর নরসিন্দী জেলার সদর সার্কেলে যোগদানের পর অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে জাতিসংঘের শান্তি মিশনে সুদানের দারপুরে ১ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
শান্তি মিশনের দায়িত্ব পালন শেষে পুনরায় নরসিন্দী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পালন কালে গত ৫ মে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে বিজয় বসাক পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।
উল্লেখ্য, জীবন বাজি রেখে সাহসিকতার সাথে দায়িত্ব পালনের কারণে ২০১০ সালে প্রধানমন্ত্রী বিজয় বসাককে পিপিএম পদক প্রদান করেন। দিনাজপুরবাসীর কাছে বিজয় বসাক দোয়া চেয়েছেন তিনি যেন তার চাকুরী জীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারেন।