শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
শুক্রবার, ৮ মে ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি » এ বছরেই হবে সর্বোচ্চ প্রবৃদ্ধি: অর্থমন্ত্রী
প্রথম পাতা » অর্থনীতি » এ বছরেই হবে সর্বোচ্চ প্রবৃদ্ধি: অর্থমন্ত্রী
২৭৯ বার পঠিত
শুক্রবার, ৮ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এ বছরেই হবে সর্বোচ্চ প্রবৃদ্ধি: অর্থমন্ত্রী


---
পক্ষকাল প্রতিবেদকঃঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমাদের সরকারের সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে এ বছরেই। ছয় বছর আগে ৯২ হাজার কোটি টাকার বাজেট থেকে এবার তিন লাখ কোটি টাকার বাজেট দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার রাতে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি আয়োজিত ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে ভবিষ্যতে সাত লাখ কোটি টাকার বাজেট দেওয়ার ইচ্ছা রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

আলোচকদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী আরো বলেন, ‘আপনারা যে অর্থনীতি নিয়ে কাজ করেছেন, সেই অর্থনীতি আর নেই। এখনকার অর্থনীতি একবারেই আলাদা। এখনকার বাজেট বিরাট বাজেট। আমাদের অর্থনীতি বিরাট অর্থনীতি।’

অনুষ্ঠানের আলোচক সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ড. দেবপ্রিয় বাজেটকে উচ্চাভিলাসী বলে অভিহিত করেন। এ শব্দটি আমি পছন্দ করি। এটা শুনতেও আমি অভ্যস্ত। আমি প্রতিবছরই উচ্চাভিলাসী বাজেট দেই। ২৭ বছর আগে আমি মন্ত্রী ছিলাম। তখন ছিল ৩ শতাংশ। আমি ছয় বছরে বাড়িয়েছি ৩ শতাংশ। ৯২ হাজার কোটি টাকা থেকে এখন বাজেট হচ্ছে তিন লাখ কোটি টাকা।’

তিনি বলেন, ‘আমার টার্গেট সাত লাখ কোটি টাকার বাজেট দেওয়া। আমাদের সরকারের সর্বোচ্চ প্রবৃদ্ধি এ বছর হবে।’



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)