ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত- ৮
শামীমূল ইসলাম শামীম,ঝিনাইদহ প্রতিনিধি ০৯ মে ২০১৫ঃ
ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, উদয়পুর গ্রামের আজিজুল হক ও গোলাম রসুলের মধ্যে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাক-বিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে সকালে ওই গ্রামে নজরুল ইসলামের সমর্থকরা দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আনারুলের লোকজনের উপর হামলা চালালে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে ৮ জন আহত হয়।
আহতরা হলেন- ওই গ্রামের জবেদ আলী বিশ্বাসের ছেলে জামাল উদ্দিন (৫৭), কামাল উদ্দিন (৪২), আকিমূল বিশ্বাস (৪০), লতা শাহ’র ছেলে আনোয়ার শাহ্ (৪০), লতিফ বিশ্বাসের ছেলে আব্দুর রাজ্জাক (৬৫)সহ ৮ জন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত বিপ্লব কুমার নাথ বলেন, ‘ঘটনাটি শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।