রবিবার, ১০ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » বিরামপুর সীমান্তে বিএসএফের ছোড়া ককটেলে বাংলাদেশী যুবক আহত
বিরামপুর সীমান্তে বিএসএফের ছোড়া ককটেলে বাংলাদেশী যুবক আহত
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তেু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ককটেলে জাকিরুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশী যুবক আহত হয়েছেন।
শনিবার (৯ মে) ভোরে ভাইগড় সীমান্তেুর ২৯২/২৯৩ নাম্বার পিলারের নিকট এই ঘটনা ঘটে। আহত জাকিরুল ইসলাম বিরামপুর উপজেলার কাটলা ইউপির খিয়ার মাহমুদপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
ভাইগড় বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আলফাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাকিরুল নামের এক বাংলাদেশী সীমান্তের ২৯২/২৯৩ নাম্বার পিলার নিকট গেলে বিএসএফ কয়েকটি ককটেল নিক্ষেপ করলে সে গুরুতর আহত হয়। আহত জাকিরুলকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে প্রেরন করেছে। জাকিরুল ইসলাম একজন গরু ব্যবসায়ী বলে তিনি জানান।