২০১৬ ডিসেম্বরে উত্তরা ফ্ল্যাট হস্তান্তর করা হবে
২০১৫ মে ১১ পক্ষকাল প্রতিবেদকঃ
রাজধানীতে আবাসন সমস্য সমাধান করতে উত্তরা, পূর্বাচল ও ঝিলমিল আবাসিক এলাকায় প্রায় এক লাখ ফ্ল্যাট নির্মাণের গৃহিত পরিকল্পনার, উত্তরার ১৮ নম্বর সেক্টরে নির্মাণাধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটগুলো আগামী বছরের ডিসেম্বরের মধ্যে হস্তান্তর শুরু হবে।
রোববার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ফ্ল্যাটের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ফ্ল্যাট নির্মাণে বিলম্ব দেখে যারা জমা দেওয়া অর্থ ফেরত নিয়েছেন তাদেরকে পুনরায় অর্থ জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। অবশিষ্ট ফ্ল্যাটের জন্য জনসাধারণের মধ্যে দরখাস্ত আহ্বান করা হবে।
তিনি বলেন, ২০০০ সালে উত্তরা, পূর্বাচল ও ঝিলমিল আবাসিক এলাকায় প্রায় এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব ফ্ল্যাট নির্মিত হলে বিপুল সংখ্যক মানুষের আবাসন সমস্যার সমাধান হবে।