বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » বীরগঞ্জে বাল্য বিবাহের অভিযোগে পিতা-পুত্রের কারাদন্ড
বীরগঞ্জে বাল্য বিবাহের অভিযোগে পিতা-পুত্রের কারাদন্ড
মাহবুুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বাল্য বিবাহের অভিযোগে পিতা-পুত্রের এক মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত ।
দন্ডপ্রাপ্তরা কলেন- পিতা মোঃ বাবুল হোসেন (৪৮) ও তার ছেলে মোঃ নুর আমীন (২২)। তারা নীলফামারী জেলার ডোমার উপজেলার পশ্চিম চিকন মাটি গ্রামের বাসিন্দা।
বুধবার (১৩ মে) দুপুর ২টায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মনজুর ভ্রাম্যমান আদালতে এ রায় প্রদান করেন।
বীরগঞ্জ থানার এএসআই মোঃ মশিউর রহমান জানান, গত ৯ মে শনিবার করতোয়া কারিগরি দর্জি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মোঃ নুর আমীন বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের জগদিশপুর গ্রামের মোঃ খলিলুর রহমানের কন্যা মোছাঃ সাবিনা ইয়াসমিন খুকুকে (১৬) প্রশিক্ষণ চলাকালে পালিয়ে নিয়ে বিয়ে করে নুর আমীন।
গত মঙ্গলবার রাত ১০টায় খলিলুর অপহরণকারীসহ মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে তিনি বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করলে অভিযুক্ত পিতা-পুত্রকে ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করা হয়। আদালত বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৬ ধারায় পিতাকে এক মাস এবং একই আইনের ৫ ধারায় পুত্রকে এক মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যেহেতু মেয়েটি নাবালিকা এ কারণে তাকে পরিবারের হেফাজতে দেয়া হয়েছে। অভিযুক্তদের জেলখানায় পাঠানো হয়েছে।