শনিবার, ১৬ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » চাটমোহরে বরদানগর প্রাথমিক বিদ্যালয়ে অজ্ঞাত রোগে এক শিশুর মৃত্যু : অসুস্থ ১৫
চাটমোহরে বরদানগর প্রাথমিক বিদ্যালয়ে অজ্ঞাত রোগে এক শিশুর মৃত্যু : অসুস্থ ১৫
জাহাঙ্গীর আলম, চাটমোহর (পাবনা) :
পাবনার চাটমোহরে বরদানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অজ্ঞাত রোগে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু ও ১৫ জন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। নিহত শিশু বরদানগর গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে রুমি খাতুন (১২)। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আতংক বিরাজ করছে। অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠানো থেকে বিরত রয়েছেন।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ যাবৎ বিদ্যালয়ে প্রতিদিনই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। কেন কি কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে এ বিষয়ে কেউ কিছু বলতে পারছে না। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী আঁখি খাতুন (১১), স্বর্ণা খাতুন (১০), মূর্শিদা খাতুন (১০), আরজিনা (১০) ও রুমী খাতুনসহ অন্তত ১৫ শিক্ষার্থী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
এদের মধ্যে রুমিকে আশংকাজনক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সন্ধায় সে মারা যায়। অবাক বিষয় হল কয়েকদিনে অসুস্থ সকল শিক্ষার্থী মেয়ে। অসুস্থ শিক্ষার্থীরা সবাই অসুস্থ হলে তারা তাদের মাথার চুল টেনে ছিড়ে ফেলার চেষ্টা করে ও অস্বাভাবিক আচরন করতে থাকে।
একটি সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের টয়লেটের চারপাশে ধান ও খড়ের স্তুপ রাখা হয়েছে কয়েকদিন ধরে। যার কারণে ধান ও খড়ের স্তুপের গ্যাস সৃষ্টি হয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। আরোও জানা গেছে, শিক্ষার্থীরা টয়লেট যাওয়ার পর ক্লাসে অসুস্থ হয়ে পড়েন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, আমরা খুব আতংকের মধ্যে আছি, কি জন্য মেয়েরা এভাবে অসুস্থ হয়ে পড়ছে কিছুই বুঝতে পারছি না। ডাক্তার বলে তেমন কিছু না, চিকিৎসা হলে ঠিক হয়ে যাবে। আতংকে বিদ্যালয়ে শিক্ষার্থী একেবারেই কমে গেছে। আজ বিদ্যালয়ে একটি মিলাদ মাহফিলের আয়োজন করেছি।
এ বিষয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মঞ্জুরা রহমান জানান, শিক্ষার্থী মৃত্যু বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। শিক্ষার্থী অসুস্থ হওয়ার বিষয়ে সেখানে পর্যবেক্ষন না করে কিছু বলা যাবে না।