শেখ হাসিনা’ সেতু উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী
পক্ষকাল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর ‘শেখ হাসিনা সেতু’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতু উদ্বোধন করেন।র আগে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে নবনির্মিত চাঁপাইনবাবগঞ্জ মেজবাউল হক স্টেডিয়ামে পৌঁছান শেখ হাসিনা।
সার্কিট হাউসে কিছু সময় বিশ্রাম নেয়ার পর শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে সাহেবের ঘাট যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি মহানন্দা নদীর ওপর শেখ হাসিনা সেতু উদ্বোধন করেন।
শেখ হাসিনা সেতু উদ্বোধনসহ ৯ টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন করবেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা প্রথমে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলায় নবনির্মিত যুব প্রশিক্ষণ কেন্দ্র, স্বরূপনগরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের নবনির্মিত একাডেমিক ভবন, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ শহরে বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচারের (বিনা) উপকেন্দ্র এবং গোমস্তাপুরে উপজেলা ফায়ার স্টেশন উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ১০০-শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নয়নে নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কানসাট-রোহানপুর-ভোলাহাট সড়কে উন্নয়ন কাজ, পদ্মা নদীর ভাঙন থেকে জেলার আলাতুলি এলাকা রক্ষায় গৃহীত প্রকল্প এবং চাঁপাইনবাবগঞ্জ ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।