শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
শনিবার, ১৬ মে ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ঢাকা উত্তর-দক্ষিণে তরুনদের গুরুত্ব দিচ্ছে আ’লীগ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ঢাকা উত্তর-দক্ষিণে তরুনদের গুরুত্ব দিচ্ছে আ’লীগ
২৩৯ বার পঠিত
শনিবার, ১৬ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা উত্তর-দক্ষিণে তরুনদের গুরুত্ব দিচ্ছে আ’লীগ

---
২০১৫ মে ১৬
পক্ষকাল প্রতিবেদকঃ তরুন মেধাবীদের সমন্বয়ে ঢাকা উত্তর ও দক্ষিন সিটির কমিটি ঘোষনা করার মধ্যদিয়ে দলকে আরো গতিশীল করার চিন্তা করছে আওয়ামী লীগ।

এ প্রক্রিয়া জোড়েশোরে চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দীর্ঘ আড়াই বছর ধরে ঝুলে থাকা কমিটি ঘোষণার এমন সম্ভাবনায় উজ্জীবিত নগরের বিভিন্ন থানা ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা। এদিকে নতুন কমিটিতে কারা দায়িত্ব পাচ্ছেন, কারা বাদ পড়ছেন এ নিয়ে চলছে নানা হিসাব নিকাশ।

তবে, দলটির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে অপেক্ষাকৃত তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ কমিটি গঠন করা হবে। নতুন কমিটিতে তরুণ, অভিজ্ঞদের পাশাপাশি ত্যাগী, তৃণমূলের কর্মীদের কাছে গ্রহণযোগ্য নেতারাই স্থান পাবেন।

এক্ষেত্রে বাদ পড়তে পারেন পুরনো অনেক প্রভাবশালী নেতা।

সদ্য অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনেও এর প্রভাব লক্ষ্য করা গেছে। ফলে, জটিলতা নিরসনে শিগগিরই কমিটি ঘোষণার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন মহানগরের একাধিক দায়িত্বশীল শীর্ষ নেতা।

সম্মেলনের দীর্ঘ সময় পার হলেও ধারবাহিকভাবে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচন, বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আন্দোলন, সিটি করপোরেশন নির্বাচন, দলের কেন্দ্রীয় পর্যায়ে জেলা, উপজেলা সম্মেলনসহ বিভিন্ন কারণে এতোদিন মহানগরের কমিটি গঠন প্রক্রিয়া ঝুলে ছিল।

কিন্তু সিটি করপোরেশন নির্বাচন শেষ হবার পর দলের হাইকমান্ড এ ব্যাপারে উদ্যোগী হয়েছেন।

মহানগরের রাজনীতিকে চাঙা করতে দ্রুতই কমিটি ঘোষণা হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ বলেন, সিটি করপোরেশন নির্বাচনের জন্য কমিটি গঠন প্রক্রিয়া পিছিয়ে ছিল। যতদূর জানি খুব দ্রুতই কমিটি ঘোষণা করা হতে পারে।

কমিটিতে কারা থাকবেন সে প্রক্রিয়াও প্রায় চূড়ান্ত করা হয়েছে। আমরাও দলের শীর্ষ নেতৃত্বের দিকে তাকিয়ে আছি।

তিনি বলেন, অনুষ্ঠিত হয়ে যাওয়া সিটি করপোরেশন নির্বাচনে মহানগরের নেতাদের ভূমিকার বিষয়টি কমিটি গঠন প্রক্রিয়ায় নিয়ামক হিসেবে কাজ করতে পারে। সেক্ষেত্রে কারা কমিটিতে থাকবেন আর কারা বাদ পড়বেন তা শীর্ষ নেতৃত্বই নিশ্চিত করবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের দপ্তর কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরের অন্তর্গত ৪৯টি থানা, ১০৩টি সাংগঠনিক ওয়ার্ড ও ১৭টি ইউনিয়নের সম্মেলন প্রায় শেষ হয়েছে।

অল্প কয়েকটি থানার সম্মেলন বাকি থাকলেও তা দ্রুতই শেষ করা হবে। মহানগরের একজন শীর্ষ নেতা জানান, নগর কমিটি ঘোষিত না হওয়ায় সম্মেলন শেষ হওয়া থানা, ওয়ার্ড ও ইউনিয়নগুলোর কমিটিও ঘোষণা করা যাচ্ছে না।

মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হলে থানা ও ওয়ার্ড পর্যায়ের কমিটি ঘোষণার প্রক্রিয়াও শুরু হবে।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, কদিন আগে অনুষ্ঠিত হওয়া সিটি করপোরেশন নির্বাচনে নগর নেতাদের ভূমিকার মূল্যায়ন করা হয়েছে।

নির্বাচনে যারা দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় দল সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেছেন কমিটিতে তারাই অগ্রাধিকার পাবেন। এমনকি মহানগরের বিভিন্ন থানার ত্যাগী ও স্বচ্ছ ভাবমূর্তির নেতাদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

সূত্র আরও জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক ও সাঈদ খোকন এবং কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করতে মাঠ পর্যায়ে যারা কঠোর পরিশ্রম করে অগ্রণী ভূমিকা পালন করেছেন নগরের কমিটি গঠনের ক্ষেত্রে তাদের নাম দলের সর্বোচ্চ পর্যায়ে আলোচনায় রয়েছে।

নতুন কমিটি গঠনের ক্ষেত্রে তারা এবার শীর্ষ নেতৃত্বে আসবেন বলে শোনা যাচ্ছে। এক্ষেত্রে নগরের বর্তমান কমিটির অনেক শীর্ষ নেতাই বাদ পড়তে পারেন।

এদিকে বিভক্ত ঢাকার নতুন কমিটির শীর্ষ পদে কারা আসতে পারেন এনিয়ে চলছে জল্পনা-কল্পনা। উত্তরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মহানগর আওয়ামী লীগের বর্তমান কমিটির সহসভাপতি কামাল আহমেদ মজুমদার, মুকুল চৌধুরী, ফয়েজউদ্দিন মিয়া, শেখ বজলুর রহমান, এ কে এম রহমতউল্লাহ, আসলামুল হক আসলাম, সাদেক খানের নাম রয়েছে আলোচনায়।

তবে এ কে এম রহমতউল্লাহ ও সাদেক খানের বিষয়ে আপত্তি রয়েছে মহানগরের নেতাদের। তাদের মতে এ দুজন মহানগরের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন।

নগরের রাজনীতিতে দীর্ঘ দিন সক্রিয় আছেন এমন ব্যক্তিকেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চান তারা।

দক্ষিণে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, যুগ্ম সধারণ সম্পাদক আওলাদ হোসেন, হাজী মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদের নাম রয়েছে আলোচনায়।



এ পাতার আরও খবর

নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য
মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট
ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)