সারাদেশে আবারও ভূমিকম্প
২০১৫ মে ১৬
পক্ষকাল প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ সারাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার বিকেল ৫টা ৩৪ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। নেপালের রামেছাপ নামক স্থান থেকে এর উৎপত্তি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি ছিল নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছে রামেচ্ছাপ এলাকার ২৪ কিলোমিটার উত্তরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭।
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে নেপালে। এতে ৮ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়; আহত হয় প্রায় ২০ হাজার মানুষ।