রবিবার, ১৭ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » শৈলকুপায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাতের আধারে দূর্ধর্ষ চুরি
শৈলকুপায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাতের আধারে দূর্ধর্ষ চুরি
ইমন হাসান- ঝিনাইদহ শৈলকুপাঃ ঝিনাইদহের শৈলকুপায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এদিকে ঘটনা
ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। নাইট গার্ড ফেঁসে যেতে পারে তাই কৌশলে থানায় অভিযোগ না করে স্থানীয় ভাবে মিমাংসার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। এমনকি
বিভিন্ন রাজনৈতিক মহলে ধর্না দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার
কাঁচেরকোল ইউনিয়নের ২৫ নং কাঁচেরকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
জানা যায়, শুক্রবার গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র বিদ্যালয় ভবনের ৪টি রুমের তালা ভেঙ্গে ৯টি
ফ্যান ও ৩ টি সাউন্ড বক্স চুরি করে নিয়ে গেছে।
এদিকে বিদ্যালয় পার্শ্ববর্তী কাঁচেরকোল কাজীপাড়া এলাকার স্বপন, রাসেল, রানা, রাজিব ও হাফিজ
অভিযোগ করে জানায়, বিদ্যালয়ে কাঞ্চন নামের একজন নাইট গার্ড আছে, কিন্তু সে ঠিকমত ডিউটি
করেনা এবং সে দিনের বেলায় যেদিন স্কুলে শিক্ষক সংকট থাকে সেদিন ছাত্র-ছাত্রীদের ক্লাশ নেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সকিনা খাতুন জানান, শুক্রবার রাতে বিদ্যালয়ের ৪টি রুমের তালা ভেঙ্গে
চোরচক্র ৯টি ফ্যান ও ইংরেজী ক্লাশ পরিচালনার জন্য ব্যবহৃত ৩টি সাউন্ড বক্স চুরি করে নিয়ে
গেছে।
প্রধান শিক্ষিকা আরো জানান, বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে ১৭ এপ্রিল ২০১৩ তারিখে তার
ভাতিজা কাঞ্চনকে নিয়োগ দেওয়া হয়। চুরির ঘটনায় থানায় অভিযোগ করলে নাইট গার্ড কাঞ্চন
ফেঁসে যেতে পারে যে কারনে অভিযোগ না করে বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা চালানো হচ্ছে
। এ বিষয়ে পত্র-পত্রিকায় লেখালেখি না করার জন্য সাংবাদিকদের নানাভাবে
প্রভাবশালীদের দিয়ে চাপ প্রয়োগ করছেন তিনি।
শৈলকুপা থানার এস,আই এমদাদুল হক জানান, কাঁচেরকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরির
ঘটনায় প্রধান শিক্ষিকা সকিনা খাতুন জিডি করতে থানায় এসেছিলো। তবে চুরির ঘটনায় জিডি হয়না।
অভিযোগ অথবা মামলা করতে হবে। তাতে বিদ্যালয়ের নাইট গার্ড ফেঁসে যেতে পারে বলে তিনি
বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসার কথা বলে কৌশলে থানা থেকে বেরিয়ে গেছেন।