রাতেই ঢাকা ছাড়ছেন হাসিনা আহমেদ
২০১৫ মে ১৭
পক্ষকাল প্রতিবেদক: অবশেষে ভারতের ভিসা পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। মেঘালয়ের শিলং সিভিল হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন স্বামীকে দেখতে আজ রোববার রাতেই ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন হাসিনা আহমেদ।ভারত পৌঁছে আগামীকাল সোমবার সকালে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখানে অবস্থানরত বিএনপি নেতা আবদুল লতিফ জনি এ তথ্য নিশ্চিত করেছেন।
দুই মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদের সন্ধান মিলে গত মঙ্গলবার। শিলংয়ের একটি মানসিক হাসপাতাল থেকে ফোন করে স্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। এরপর থেকেই হাসিনা আহমেদ ভিসার জন্য চেষ্টা চালান। তবে নানা জটিলতায় তার ভিসা পেতে কয়েক দিন দেরি হয়।
এদিকে, সালাহ উদ্দিনের শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন আবদুল লতিফ জনি। তিনি জানান, সালাহ উদ্দিন কিছুক্ষণ আগে কী বলেছেন তা স্মরণ করতে পারছেন না।
নানা শারীরিক সমস্যার জন্য সালাহ উদ্দিনের চিকিৎসা প্রয়োজন। আর এ জন্য তিনি সিঙ্গাপুর যাওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। তবে ভারতীয় কর্তৃপক্ষ তাকে সে অনুমতি দেয়নি। তার শারীরিক অবস্থা ভালো না থাকায় শিলং পুলিশ তার বিরুদ্ধে তদন্ত আপাতত স্থগিত রেখেছে। তিনি সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ জানতে চাইবে তিনি কিভাবে ভারতে গেছেন।
তবে রবিবার ভারতের প্রভাবশালী পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সালাহ উদ্দিনকে বাংলাদেশে পুশ ইন করতে পারে ভারতীয় কর্তৃপক্ষ