ভারত সিরিজে বাংলাদেশ দল ঘোষণা
২০১৫ মে ১৭পক্ষকাল প্রতিবেদকঃ ভারতের বিপক্ষে সিরিজ খেলতে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দল ঘোষণা করা হয়।
প্রাথমিক দলে স্থান পাওয়া ক্রিকেটারদের আগামী ২০ মে শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়েনের কাছে রিপোর্ট করতে বলাহয়েছে।
সফরে ভারত একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে। ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টেস্টটি শুরু হবে। ১৮, ২১ ও ২৪ জুন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে তিনটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মাটিতে ৭ জুন পা রাখবে ভারত।
বাংলাদেশের প্রাথমিক দল
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শুভাগত হোম, লিটন কুমার দাস, নাসির হোসেন, এনামুল হক, তাইজুল ইসলাম, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবুল হাসান, মোহাম্মদ শহীদ, শফিউল ইসলাম, রনি তালুকদার, সাব্বির রহমান।