২০১৮ সালের পর দেশে দারিদ্র্য থাকবে না
২০১৫ মে ১৬ পক্ষকাল প্রতিবেদক: ২০১৮ সালের পর বাংলাদেশে কোনো দারিদ্র্য থাকবে না বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শনিবার বিকেলে সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বস্তুত সুখী দেশ। অভাব রয়েছে, তবে মোটামুটি ভালো অবস্থানে আছি আমরা।
তিনি বলেন, ২০১৮ সালের পর দেশে আর কোনো দারিদ্র্যই থাকবে না। বর্তমানে আমাদের দারিদ্র্য হার ২৪ শতাংশ। এ সময়ের মধ্যে ১১-তে নেমে আসবে।
তিনি আরো বলেন,”শারীরিক, মানসিক প্রতিবন্ধী, বৃদ্ধ, বিধবা ও স্বামী পরিত্যক্তা