বেনাপোলে দুই নারী আসামি গ্রেফতার
এনামুল হক বেনাপোল:
বেনাপোলে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যদের পৃথক অভিযানে ফেনসিডিল ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত দুই নারী আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে বেনাপোল বাসস্ট্যান্ড ও রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বিজিবি সদস্যরা নিয়মিত টহলে বেনাপোল বাসস্ট্যান্ড থেকে সন্দেহজনক চলাফেরার সময় রোকেয়া বেগম (৫০) নামে এক নারীকে আটক করে। পরে তার শরীরে বেঁধে রাখা ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সে বেনাপোলের ভবারবেড় গ্রামের মৃত জবেদ আলীর স্ত্রী।
অপর দিকে বেনাপোল রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে লিপি খাতুন (২৮) নামে মাদক মামলার ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ। সে ভবারবেড় গ্রামের আলমের স্ত্রী। এতোদিন সে এলাকার বাইরে পালিয়ে ছিল বলে জানায় পুলিশ।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দিন মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।