রামগতিতে সন্ত্রাসী রাশেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার স্থানীয় সন্ত্রাসী রাশেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন করেছে একই এলাকার বকুল নামে নির্যাতনের শিকার অসহায় এক মহিলা। সোমবার সকাল ১০ টায় রামগতি উপজেলার চরসীতা ইউনিয়নের হেলাল মাঝি বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভূক্তভোগী পরিবারটি।
সংবাদ সম্মেলনের বকুলের ছোট বোন রুমা আক্তার বলেন চরসীতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাহেরের ছেলে রাশেদ(২৫) গত ৯ এপ্রিল’১৫ বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বড় বোন বকুলের পরিবারের উপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা বাড়িঘরে ভাংচুর করে এবং একপর্যায়ে ওই রাতে বকুলের মেয়ে জামাতাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে ও গুম করার হুমকি ধমকি দেয়। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে আমাদেরকেও মারধর করে। বিষয়টি এলাকার জনপ্রতিনিধিদের অবজ্ঞত করেও কোন সমাধান না পেয়ে গত ২রা মে শনিবার আমার বড় বোন বকুল বাদি হয়ে সন্ত্রাসী রাশেদ সহ ৫জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩জনকে আসামী করে রামগতি থানায় এজহার ও ডিবি কোটে অভিযোগ দাখিল করি। কিন্তু অভিযোগ করেও কোন সুরাহ্ পায়নি নির্যাতিত পরিবারটি। মামলা করার পরও সন্ত্রাসী রাশেদ বাহিনী অত্যাচারে অতিষ্ঠ হয়ে আছি বকুল ও তার পরিবারের সদস্যরা। এর পরও থেমে নেই সন্ত্রাসী বাহিনীর রাশেদ ও তার সহযোগীরা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ ছিলো, সন্ত্রাসী রাশেদ এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকান্ড করে বেড়ায়। সে বকুলের মেয়েকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছে। সন্ত্রাসী রাশেদ বাহিনীর এ নিমর্ম অত্যাচার থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে বক্তভোগী বকুল ও তার অসহায় পরিবারটি।