মেহেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত
২০১৫ মে ২০
মেহেরপুর প্রতিনিধি : জেলার সদর উপজেলার দ্বীনদত্ত ব্রিজ এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কালা গাঙ্গা ওরফে খোকন (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য, ডাকাত খোকনকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে উভয় পক্ষের গোলাগুলিতে তিনি নিহত হন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব দ্য রিপোর্টকে বলেন, ‘শহরের শিশু বাগান পাড়ার ভানু মণ্ডলের ছেলে ডাকাত খোকনকে মঙ্গলবার বিকেল ৪টার দিকে শহর থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী বুধবার রাত সাড়ে ৩টার দিকে অস্ত্র উদ্ধারে গেলে দ্বীন দত্ত ব্রিজের কাছাকাছি এলাকায় পৌঁছলে তার সহযোগীরা হাতবোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণ শুরু করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। তখন উভয় পক্ষের গোলাগুলিতে ডাকাত খোকন নিহত হন।’
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি এলজি শাটার গান, তিন রাউন্ড কার্তুজ, চারটি হাতবোমা ও দুটি রামদা উদ্ধার করা হয়।
ওসি আহসান হাবিব বলেন, বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন, উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, কৃষ্ণ পদ ও মিনহাজ উদ্দিন। তারা মেহেরপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও বলেন, নিহত খোকনের বিরুদ্ধে থানায় ছয়টি হত্যা ও ডাকাতি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রখা হয়েছে।