চিরিরবন্দরের সরিষার বাম্পার ফলনের আশা
পক্ষকাল প্রতিবেদক চিরিরবন্দর (দিনাজপুর) :
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় সরিষার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগের তুলনায় বর্তমান চাষীদের মধ্যে সরিষা চাষে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। উপজেলার বিস্তীর্ণ এলাকা সরিষার ফুলে ছেয়ে গেছে।
উপজেলার সবকটি ইউনিয়নেই সরজমিনে গিয়ে দেখা যায়, প্রতি গ্রামের প্রান্তিক কৃষকরা কিছু হলেও সরিষা চাষ করেছে।এ রবি ফসলটি কম খরচ ও স্বল্পমেয়াদি হওয়ায় চাষিদের মধ্যে সরিষা চাষের আগ্রহ সৃষ্টি হয়েছে। এসব গ্রামের বিস্তীর্ণ এলাকাজুড়ে এখন সরিষা আর সরিষা। সরিষার হলুদ ফুলের সমারোহ আর মৌমাছির গুণ গুণ শব্দ এলাকা মাতিয়ে তুলছে। সকালের শিশির ভেজা সরিষাক্ষেতের অপরুপ দৃশ্য ,আর তার সুবাসিত মৌ মৌ গন্ধে পুলকিত করে তুলে সরিষাক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারীকে।
আর কয়েক দিন পরেই সরিষার হলুদ ফুল ঝরে গিয়ে সরিষার দানা ভর্তি ছোট ছোট সবুজ পত্র ছড়াতে শুরু করবে। তখন সবুজে সবুজে ছেয়ে যাবে ক্ষেত গুলো। ওই পত্র গুলো পরি পুষ্ট হয়ে কালচে বরণ ও গাছ গুলো মরে যেতে শুরু করলেই সরিষা ঘরে তোলার পর্ব শুরু হবে।
চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত জানিয়েছেন,এ রবি মৌসুমে উপজেলায় ৬’শ ৩৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে প্রায় সাড়ে ৪ টন সরিষা উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে, যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারনা করছেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা।