বৃহস্পতিবার, ২১ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » কাপাসিয়ায় কৃতী ছাত্র-ছাত্রী পুরষ্কার বিতরণ মায়েদের সংবর্ধনা
কাপাসিয়ায় কৃতী ছাত্র-ছাত্রী পুরষ্কার বিতরণ মায়েদের সংবর্ধনা
কাপাসিয়া থেকে এস এম লবিব,
মঙ্গলবার গাজীপুরের কাপাসিয়ায় উপজেলার ২০১৪ সালে জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী ছাত্র-ছাত্রী ও তাঁদের মায়েদেরকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলার ৭৪টি মাধ্যমিক ও ৬৬টি মাদ্রাসার ২৭৩ জন কৃতি ছাত্র-ছাত্রীদের বই ও মায়েদেরকে মগ উপহার দেয়া হয়েছে। আজিজুর রহমান পেরা সভাপতিত্ব করেন।
কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও কৃতিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি। অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউর রহমান লস্কর মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান সামসুন নাহার ডেইজি, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধান, কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছানাউল্লা, কাপাসিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আইনউদ্দিন আহমেদ, তরগাও ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রিমি বলেন, এখনকার ছেলে মেয়েরা বই কম পড়তে চায়। কিন্ত সত্যিকারের জ্ঞান অর্জন করতে হলে বেশী বেশী বই পড়তে হবে। মানুষের বিশ^াস ও মর্যাদার প্রতি সম্মান দিতে হবে। বই আনন্দ দেয় ও জ্ঞানের পরিধি বৃদ্ধি করে মানুষকে আলোকিত করে থাকে। তাই বই এর মত বড় বন্ধু আর কেউ নেই। তাই মায়েদেরকে ও বই পড়ে জ্ঞানের দরজা খুলে দিতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরী প্রতিষ্ঠা করতে হবে এবং ছাত্র-ছাত্রীদের নিয়মিত লাইব্রেরীতে গিয়ে বই পড়ার অভ্যাস করতে হবে। তিনি আরো বলেন শিক্ষক নিয়োগে পক্ষপাতিত্ব করবেন ন্ াএতে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হয়। মেধাবী শিক্ষক না হলে ক্লাসে পড়াতে পারেননা এবং এতে শিক্ষকের প্রাপ্যমান মর্যাদা, ভাবমূর্তি ও সম্মানের হানি হয়।
উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে বলেন সুশিক্ষিত জাতি গঠনে সুশিক্ষার কোন বিকল্প নেই,এবং একটি মাই পারে একটি শিক্ষিত জাতি উপহার