ঢাবি উপাচার্যসহ ১০ জনকে হত্যার হুমকি
বিশ্ববিদ্যালয় রিপোর্টার ২১ মে, ২০১৫ ইংঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ ১০ জন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়েছে ‘আল কায়েদা-আনসারুল্লাহ বাংলাটিম:১৩’ নামে একটি জঙ্গি সংগঠন। বুধবার হত্যার হুমকি দিয়ে তাদের কাছে ডাকযোগে চিঠি পাঠানো হয়।
উপাচার্য আরেফিন সিদ্দিক জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ডাকযোগে একটি চিঠি পেয়েছেন। চিঠিতে তাকেসহ ১০ জনের নাম উল্লেখ করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
ঐ তালিকার এক নম্বরে আছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের নাম। পাশে লেখা রয়েছে ‘এন্টি ইসলাম.এডভাইজার’। দুই নম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিকের নামের পাশে লেখা ‘আই. দুশমন.ভিসি’।
এরপর পর্যায়ক্রমে রয়েছে তারানা হালিম (নাস্তিক), জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার (হিন্দু মৌলবাদ), ইমরান এইচ সরকার (ব্লগার), কাবেরী গায়েন (আই.এনিমি.ডিইউ), বিকাশ সাহা (আই.দুশমন), ইকবালুর রহিম (আই. দুশমন), পলান সুতার (এন্টিবাংলাদেশ.র.এডভাইজার) ও মুহম্মদ জাফর ইকবালের (সেক্যুলার) নাম।