বেনাপোলে ভারত থেকে আসা যাত্রীদের ভোগান্তি
পরিবহন ধর্মঘট
বেনাপোল থেকে এনামুল হক:
বাসচালক আটকের প্রতিবাদে চলমান পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন ভারত ফেরত পাসপোর্ট যাত্রীরা। গন্তব্যে পৌঁছুতে না পেরে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদেরও। সরকার দ্রুত এ দুর্ভোগ থেকে রক্ষার পাশাপাশি যাত্রীদের নিরাপদে চলাচলের ব্যবস্থা করবে বলে আশাবাদী তারা।
এদিকে, আটক তিনজনের মুক্তির দাবিতে অটল রয়েছে পরিবহন মালিক ও শ্রমিক ঐক্যজোট সংগঠনের নেতাকর্মীরা। ধর্মঘট ছাড়াও নতুন নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছেন তারা। এতে যাত্রী দুর্ভোগের মাত্রা আরো বাড়ার সম্ভবনা রয়েছে। আশপাশের এলাকার ভারত ফেরত যাত্রীরা লোকাল বাস ও ছোট ছোট যানবাহনে করে গন্তব্যে যেতে পারলেও আটকা পড়েছে দূরের যাত্রীরা। এছাড়া সংঘাতের ভয়ে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। সবকিছু মিলিয়ে যেন ভোগান্তির শেষ নেই তাদের।
অন্যদিকে, দূরপাল্লার পরিবহন ধর্মঘটের সুযোগে যাত্রীদের কাছ থেকে প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করছে ট্র্যাক্সি ও মাইক্রোবাস চালকরা। যাত্রীরা বাধ্য হয়ে গন্তব্যে পৌঁছুতে তাদের এ দাবী পূরণ করছেন। ভারত ফেরত যাত্রী ঢাকার মালেক বলেন, পরিবহন চলাচল বন্ধ থাকায় মাইক্রোবাসে করে যাত্রীদের ঢাকা পাঠানো হচ্ছে। এক্ষেত্রে তারা আমাদের কাছে যাত্রী প্রতি দুই হাজার টাকা দাবি করছেন। এটা অমানবিক।
বেনাপোল সোহাগ পরিবহনের ম্যানেজার শহিদুল ইসলাম বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বলেন, সিদ্ধান্ত পরিবর্তন না হওয়ায় গাড়ি ছাড়া সম্ভব হচ্ছে না। যাত্রীরা তাদের কাউন্টার ও আশপাশ এলাকায় অবস্থিত আবাসিক হোটেলে অবস্থান করছেন। মঙ্গলবার (১৯ মে) ভোরে ঢাকা থেকে বেনাপোল আসার পথে ফরিদপুরের মধুখালী থেকে যাত্রীবাহী সোহাগ পরিবহনের একটি এসি বাসে ডাকাতি হয়। ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ওই পরিবহনের চালক, হেলপার ও চেকারকে