সৌদিতে মসজিদে হামলা, নিহত ৩০
পক্ষকাল ডেস্কঃ
সৌদি আরবের একটি শিয়া মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে বেশ কিছু মুসল্লি নিহত ও আহত হয়েছেন। হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হতাহতের সংখ্যা কমপক্ষে ৩০ জন। তবে ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ কাতিফের আল কাদেহ গ্রামের আলি ইমাম নামক মসজিদে শুক্রবারের এই হামলায় ১০ থেকে ১৫ জন নিহত হয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, মসজিদটিতে দেড় শতাধিক মুসল্লি জুমার নামাজ আদায় করছিলেন। ওই সময় হামলা হয়।
সৌদির রাষ্ট্রীর বার্তা সংস্থা শিয়া মসজিদে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিস্তারিত কিছু জানায়নি।
কাতিফ প্রদেশের মরুভূমি অধ্যুষিত দুটি জেলা গালফ কোস্ট ও আল-আহশায় শিয়া মুসলিমদের বসবাস বেশি। কাতিফের রাজধানী আল খোবারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জেলা দুটি অবস্থিত।