শিরোনাম:
ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

Daily Pokkhokal
রবিবার, ২৪ মে ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি » এফবিসিসিআই নির্বাচন: ব্যবসায়ী উন্নয়ন পরিষদের ১২ জন প্রার্থী বিজয়ী
প্রথম পাতা » অর্থনীতি » এফবিসিসিআই নির্বাচন: ব্যবসায়ী উন্নয়ন পরিষদের ১২ জন প্রার্থী বিজয়ী
২৮২ বার পঠিত
রবিবার, ২৪ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এফবিসিসিআই নির্বাচন: ব্যবসায়ী উন্নয়ন পরিষদের ১২ জন প্রার্থী বিজয়ী

---
ঢাকা : মাতলুব নেতৃত্বাধীন ‘ব্যবসায়ী উন্নয়ন পরিষদে’র ১২ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।প্রাথমিকভাবে এ ঘোষণা দেন নির্বাচন কমিশনার আলী আশরাফ।

এছাড়া ‘স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ’ থেকে চারজন পরিচালক নির্বাচিত হয়েছেন বলে জানান তিনি।

চট্টগ্রাম ওমেন চেম্বারের সভাপতি ও এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালনা পর্ষদের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী ‘স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের’ নেতৃত্বে ছিলেন।

শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

৩৩৫ ভোট পেয়ে চেম্বার গ্রুপে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন আমিনূল হক শামীম, যিনি উন্নয়ন পরিষদের প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছেন।

চেম্বার গ্রুপে মোট ৩২ জন প্রার্থী ছিলেন। তাদের থেকে প্রতিনিধি বাছাইয়ে দেশের ৭৮টি চেম্বারের ৪১৮ জন ভোটার ভোট দিয়েছেন। এবার এই গ্রুপে ভোটার ছিলেন ৪৩৬ জন।

আলী আশরাফ বলেন, চেম্বার গ্রুপে ৩২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্যে দিলীপ কুমার আগারওয়াল ৩১৮, গাজী গোলাম আশরিয়া ৩১২, শেখ ফজলে ফাহিম ২৯৬, নিজাম উদ্দিন ২৯৫, মনোয়ারা হাকিম আলী ২৯৩, প্রবীর কুমার সাহা ২৮৫, নূরুল হুদা মুকুট ২৬৪, হাসিনা নেওয়াজ ২৫৫, নাগিবুল ইসলাম দিপু ২৪৯, মাসুদ পারভেজ খান ইমরান ২৪৬, বজলুর রহমান ২৪০, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার ২৩৯, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটো ২৩৩ ও রেজাউল করীম রেনজু ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এই ১৫ জনের মধ্যে মনোয়ারা হাকিম আলী, মাসুদ পারভেজ খান ইমরান ও তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটো স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকিরা উন্নয়ন পরিষদ থেকে নির্বাচনে অংশ নেন।

১৬তম পরিচালক পদে সমান ভোট পেয়েছেন কোহিনুর ইসলাম ও মো. মাসুদ। এরা দু’জনই মনোয়ারা হাকিম আলীর প্যানেলের প্রার্থী। দু’জনই পেয়েছেন ২০৫ ভোট।

তাদের বিষয়ে নির্বাচন কমিশনার আলী আশরাফ বলেন, নির্বাচনী বিধি অনুযায়ী এ দু’জনের বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

এবারের নির্বাচনে চেম্বার গ্রুপ ও এসোসিয়েশন গ্রুপে মোট ২ হাজার ২০২ জন ভোটার ছিলেন। এদের মধ্যে ১৯৫১ জন ভোট দিয়েছেন। চেম্বার গ্রুপে ৪১৮ জন এবং এসোসিয়েশন গ্রুপে ১৫৩৩ ভোট পড়েছে।

তাদের ভোটে চেম্বার গ্রুপ থেকে ১৬ জন ও এসোসিয়েশন গ্রুপ থেকে ১৬ জন করে মোট ৩২ পরিচালক নির্বাচিত হবেন।

এছাড়া ১০টি করে বিশেষ চেম্বার ও এসোসিয়েশন রয়েছে, যেগুলোর প্রতিটি থেকে একজন করে প্রতিনিধি এফবিসিসিআইর পরিচালনা পর্ষদে মনোনীত পরিচালক হিসেবে থাকছেন।

রাজশাহী চেম্বার থেকে মনোনীত হয়ে এরইমধ্যে এফবিসিসিআইয়ের পরিচালক হয়েছেন মাতলুব আহমেদ।

এই নির্বাচিত ও মনোনীত পরিচালকরাই পরবর্তীতে পরিচালনা পর্ষদের সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন।

আজ রোববার এই তিনটি পদে নির্বাচন হবে। ২৮ মে নতুন কমিটি ঘোষণা করা হবে।

রাতে প্রতিবেদন লেখা পর্যন্ত এসোসিয়েশন গ্রুপের ভোট গণনা চলছিল। এ গ্রুপে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্য থেকে চেম্বার গ্রুপের মতোই ১৬ জন পরিচালক নির্বাচিত হবেন।



এ পাতার আরও খবর

১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে ৫ লাখ কোটি টাকা: গভর্নর ১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে ৫ লাখ কোটি টাকা: গভর্নর
লজিস্টিকে সক্ষমতা বাড়াতে সিঙ্গাপুর সহযোগিতা প্রদানে আগ্রহী লজিস্টিকে সক্ষমতা বাড়াতে সিঙ্গাপুর সহযোগিতা প্রদানে আগ্রহী
ইনভেস্টার সামিট এর নামে শুভঙ্করের ফাঁকি ইনভেস্টার সামিট এর নামে শুভঙ্করের ফাঁকি
গরীবের ইলন মাস্ক যখন বিনিয়োগ সামিটে গরীবের ইলন মাস্ক যখন বিনিয়োগ সামিটে
যুক্তরাজ্য এবং ভারত মুক্ত বাণিজ্যের চুক্তির 90% মধ্যে সম্মত হয়েছে যুক্তরাজ্য এবং ভারত মুক্ত বাণিজ্যের চুক্তির 90% মধ্যে সম্মত হয়েছে
ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে মার্কিন পণ্যের উপর ৮৪ %  শুল্ক আরোপ করে ছে চীন ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে মার্কিন পণ্যের উপর ৮৪ % শুল্ক আরোপ করে ছে চীন
প্রসঙ্গঃ-মানুষ মারার সাম্রাজ্যবাদী, পোশাকিভদ্রতা ও মেকিসভ্যতার উন্নয়ন আমরা চাই না! প্রসঙ্গঃ-মানুষ মারার সাম্রাজ্যবাদী, পোশাকিভদ্রতা ও মেকিসভ্যতার উন্নয়ন আমরা চাই না!
ফেব্রুয়ারির বেতন দেয়নি ১২২ কারখানা, বোনাস ৭২৩টি ফেব্রুয়ারির বেতন দেয়নি ১২২ কারখানা, বোনাস ৭২৩টি
কর ফাঁকিবাজ আবাসন ব্যবসায়ী বহুরূপী সাহেব আলী কি আইনের উর্ধ্বে কর ফাঁকিবাজ আবাসন ব্যবসায়ী বহুরূপী সাহেব আলী কি আইনের উর্ধ্বে
“” “”"দুদক’র দৃষ্টি আকর্ষণ”"” কর ফাঁকিবাজ আবাসন ব্যবসায়ী বহুরূপী সাহেব আলী কি আইনের উর্ধ্বে?

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)