মঠবাড়িয়ায় সংখ্যালঘুর ওপর হামলা ॥ আহত-৫
জুলফিকার আমীন সোহেল , মঠবাড়িয়া : পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদীতে বাগদা রেনু পোনা ধরার জাল ফেলানো কে কেন্দ্র করে সংখ্যালঘুর ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। এতে মৃতঃ সুখরঞ্জন কবিরাজের ছেলে সঞ্জীব (৩৯),মৃতঃ চিত্ত রঞ্জন কবিরাজের ছেলে পংকজ (৪০),জলধর ঘরামীর ছেলে উত্তম (২৫),গুণধর শিকদারের ছেলে শ্রী কৃষ্ণ সহ সোহেল হাওলাদার নামে একজন আড়ৎদার আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নতুন কঢ়ুবাড়িয়া গ্রাম সংলগ্ন নদীর পাঢ়ে।
আহত ও হাসপাতাল সূত্রে জানাযায়, সকালে প্রতিদিনের মতো সঞ্জীব তার নির্ধারিত স্থানে জাল ফেলতে যান এসময় জসীম হাওলাদার ও নজরুল তাকে বাধা প্রদান করেন। এতে উভয় পক্ষের কথার কাটা-কাটির একপর্যায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী জসীম,নজরুল,আনসার,কবির,রাসেল,আবুল সরদার,আলাউদ্দিন সহ ৫/৬ জন লোক তাদের ওপর হামলা চালায়। আড়ৎদার সোহেল মারামারি ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। এসময় সঞ্জীব‘র স্ত্রীর নাকফুল ছিনিয়ে নেয় ও তার শ্লীলতাহানী ঘটায়। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি শান্ত করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। মঠবাড়িয়া থানার এস আই আকরাম হোসেন হাসপাতাল পরিদর্শন করেন। এব্যপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।