স্বাস্থ্য সেবার উপর শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত
মো: রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে স্বাস্থ্য সেবার উপর দিন ব্যাপি কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ বেসরকারী এনজিও (বাপ্সা)। আজ মঙ্গলবার সকাল ১০ টায় একটি বেসরকারী এনজিও সংস্থা সোপিরেট অফিসের হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুনের সভাপতিতে, কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডাঃ গোলাম ফারুক ভূঁইয়া, এসময় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ নজরুল হায়দার চৌধুরী, ঢাকা থেকে আগত বাংলাদেশ মেরীর স্টোপ ডাঃ মৌসুমি শবনম এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাপ্সার সাহেদ কামাল, ইকবাল ও জোবেদা বেগম। কর্মসভার বিষয় বস্তু ছিল সংক্রান্ত প্রতিরোধ ও অধিকার ভিত্তিক স্বাস্থ্য সেবারের উপর প্রশিক্ষন। এ কর্মশালা প্রশিক্ষনে অংশগ্রহন করেন লক্ষ্মীপুর সদর উপজেলা ও রামগঞ্জ উপজেলা কর্মরত সিএসসিপিদের সদস্য। লক্ষ্মীপুরের ৬ ও রামগঞ্জ উপজেলার ২৪ সর্ব মোট ৩০ জন কর্মরত সিএসসিপিদের প্রশিক্ষন দেওয়া হয়।