বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » সকল অপরাধ বন্ধ করতে মঠবাড়িয়া পুলিশ ব্যপক পদক্ষেপ গ্রহণ করেছেন
সকল অপরাধ বন্ধ করতে মঠবাড়িয়া পুলিশ ব্যপক পদক্ষেপ গ্রহণ করেছেন
জুলফিকার আমীন সোহেল, মঠবাড়িয়া : সকল প্রকার অপরাধ বন্ধ করতে পিরোপুরের মঠবাড়িয়া থানা পুলিশ ব্যপক পদক্ষেপ গ্রহণ করেছেন। এ উপলক্ষে মঠবাড়িয়া থানা ফেস বুকে আইন সহায়ক বিভিন্ন তথ্যাবলী পোষ্ট করেছেন। এছাড়াও গণমাধ্যম কর্মি ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান,পুলিশ-ই-জনতা, জনতা-ই-পুলিশ। এই মুহুর্তে যা করণীয় -আপনার এলাকায় থাকা বোমা তৈরীকারী ও বোমাবাজ/অবৈধ অস্ত্রধারী/ডাকাত/সন্ত্রাসী/অপরিচিত সন্দেহভাজন/মাদক ব্যবসায়ী ও সেবী/ইভটিজিংকারী/বাল্য-বিবাহ/জুয়াখেলা/সমাজে বিশৃংখলা সৃষ্ঠিকারী যেই হোক সে সমাজ ও জাতীর শত্র“, তাদের সম্পর্কে সেল নম্বও ০১৭১৩৩৭৪৩৪২,ডিও # ০১৭৫৮৪০৬৩৪২ অথবা ব-সধরষ- ড়পঢ়রৎ.সড়ঃ@ঢ়ড়ষরপব.মড়া.নফ-এ তথ্য দিয়ে মাঠবাড়ীয়া থানা এলাকায় আইন-শৃংখলা স্বাভাবিক রাখার জন্য অগ্রণী ভূমিকা রাখুন। সচেতন নাগরিক হিসাবে ইহা আপনার নৈতিক ও সামাজিক দায়ীত¦। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন থাকবে। এছাড়াও তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনি জানেন কি? আপনার সন্তান - কোথায় যায় ? কাদের সাথে মেলামেশা করে ? নিয়মিত স্কুল/কলেজে যায় কি না ? বিনা কারণে বাড়ীর বাহিরে থাকে কি না ? মোবাইল ফোন আছে কি না ? রাত জেগে মোবাইলে কথা বলে কি না ? অস্বাভাবিক জীবন-যাপন করে কি না ? যে টাকা দেন তা সঠিকভাবে ব্যয় করে কি না ? অভিভাবকদের সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালনের অনুরোধ জানান।