র্যাব-৮, ক্যাম্প কর্তৃক সন্ত্রাসী গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধিঃ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প ৩০ মে ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন চর কমলাপুর সাকিনস্থ মোঃ নাজমুল হুসাইন(২৭), পিতা-মোঃ জহির হোসেন তার নিজ বসত বাড়িতে অবৈধ অস্ত্র ও মাদকের একটি চালান নিয়ে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অতিঃ পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ্জামান এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ০৪৪০ ঘটিকার সময় আসামী নাজমুল হোসাইনের বাড়িতে উপস্থিত হয়ে তার শয়ন কক্ষ হতে তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ নাজমুল হুসাইন(২৭), পিতা-মোঃ জহির হোসেন, গ্রাম-চর কমলাপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে তাদের উপস্থিতিতে আভিযানিক দলের সদস্যগণ ধৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তার নিকট অস্ত্র ও ইয়াবা ট্যাবলেট সংরক্ষিত আছে। অতঃপর তার স্বীকারোক্তি ও দেখানো মতে তার শয়ন কক্ষের খাটিয়ার উপর তোশকের নিচ হতে একটি সচল দেশীয় তৈরী ওয়ান শুটার গান, ও তার ব্যবহৃত কম্পিউটারের ঈচট এর ভিতর হইতে ০১টি নীল রংয়ের ছোট পলিথিনের প্যাকেটের মধ্যে ৯১ পিস গোলাপী রংয়ের কথিত ইয়াবা(এ্যামফিটামিন) ট্যাবলেট এবং আসামীর দখল হইতে ০১টি মোবাইল সেট(০৫টি সীম)সহ উদ্ধার করে। অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী এবং ভাড়াটে কিলার। দীর্ঘ দিন যাবৎ অবৈধ অস্ত্র ও মাদকের ব্যবসা করে আসছে।
এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।